দুর্গাপুর/কোকোভেন:
দুর্গাপূজার শুভক্ষণে পুলিশের নজিরবিহীন এক সামাজিক উদ্যোগ সাড়া ফেলেছে। কোকোভেন থানার ওসি মাইনুল হকের নেতৃত্বে আয়োজন করা হল এক ব্যতিক্রমী অনুষ্ঠান, যেখানে প্রয়োজনীয় নারী-পুরুষদের হাতে নতুন পোশাক ও হারানো মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্ত, এ সি পি সুবীর রায়, বুদবুদ থানার আইসি সহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সিভিক ভলান্টিয়াররা।
প্রায় ৭০০ জন দরিদ্র মানুষের হাতে নতুন শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়। একইসাথে যাদের মোবাইল ফোন চুরি হয়েছিল বা ছিনতাই গিয়েছিল, সেই ৫০ জনকে তাদের মোবাইল ফিরিয়ে দেওয়া হয়। মোবাইল ফেরত পাওয়ার পর উপকারভোগীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।
ডিসি অভিষেক গুপ্ত বলেন, “দুর্গাপূজা উপলক্ষে কমিশনারেটের বিভিন্ন থানায় এই ধরণের সামাজিক কার্যক্রম চলছে। এতে পুলিশের প্রতি জনগণের আস্থা আরও বাড়ছে।” তিনি আরও জানান, ভবিষ্যতেও এই ধরণের কর্মসূচি চলবে যাতে পুলিশ ও জনগণের মধ্যে সহযোগিতার সম্পর্ক সুদৃঢ় হয়।
স্থানীয়রা জানান, উৎসবের দিনে পুলিশের এমন মানবিক উদ্যোগ পুলিশের ভাবমূর্তিকে নতুন মাত্রা দিয়েছে। থানার ওসি মাইনুল হক বলেন, “এই উদ্যোগের লক্ষ্য শুধু উপহার দেওয়া নয়, মানুষের পাশে থাকা এবং জনআস্থা গড়ে তোলা।”











