বকেয়া টাকার দাবিতে উত্তাল পিএইচই দপ্তর, আসানসোলে ঠিকাদারদের ধর্না

single balaji

আসানসোল: বকেয়া টাকার দাবিতে আসানসোলের জনস্বাস্থ্য প্রযুক্তি (পি এইচ ই) দপ্তরে মঙ্গলবার উত্তাল অবস্থান বিক্ষোভ করলেন একাধিক সংস্থার ঠিকাদাররা। তাঁদের অভিযোগ, বহু মাস পেরিয়ে গেলেও ‘জল জীবন মিশন’-এর টাকার বিল মেটানো হয়নি।

শুধু তাই নয়, ২০২২ সাল থেকে যে কটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনী কাজে ব্যবহৃত টাকার বিলও এখনো বকেয়া রয়েছে। শহরে জল সংকটের সময় গাড়ি করে পানীয় জল সরবরাহের খরচও তারা পাননি।

একাধিক ঠিকাদার বলেন, ব্যাঙ্ক ঋণ শোধ করা, শ্রমিকদের বেতন দেওয়া ও সংসার চালানো এখন কার্যত অসম্ভব হয়ে পড়েছে। তাঁদের দাবি, এইরকম পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে তাঁরা আর কোনও সরকারি কাজ করতে পারবেন না।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বিল না মেটানোয় বহু শ্রমিকের বকেয়া মজুরি আটকে আছে। এই অবস্থায় তাদের জীবিকা হুমকির মুখে। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত টাকা না পেলে বৃহত্তর আন্দোলনে নামবেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পি এইচ ই কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার চেষ্টা চালাচ্ছে। তবে ঠিকাদারদের দাবি, টাকা মেটানোর সুস্পষ্ট সময়সীমা না দিলে এই আন্দোলন আরও তীব্র হবে।

ghanty

Leave a comment