রূপনারায়ণপুর পিঠাকেয়ারি পূজার ভার্চুয়াল উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা

single balaji

বারাবনি বিধানসভার সালানপুর ব্লকের অন্তর্গত রূপনারায়ণপুর পিঠাকেয়ারি সর্বজননী দূর্গা পূজার আয়োজক কমিটির এক অনন্য পদক্ষেপ। এ বছর পূজা মণ্ডপের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ওয়েস্ট সন্দীপ কারার, সালানপুর ব্লকের বিডিও দেবাঞ্জন বিশ্বাস, সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি, রূপনারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ অরুনাভ ভট্টাচার্য, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল, সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং সহ বিশিষ্টজনেরা।

আয়োজকদের বক্তব্য
পুজো কমিটির সদস্যদের মতে, মুখ্যমন্ত্রীর উপস্থিতি—even ভার্চুয়ালি—স্থানীয়দের কাছে বড় প্রাপ্তি। এ বছর পিঠাকেয়ারি পূজার থিম “বাংলার ঐতিহ্য ও নারীর শক্তি”। মণ্ডপে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করা হয়েছে এবং প্রতিমা গড়েছেন স্থানীয় শিল্পীরা।

সুরক্ষা ও সামাজিক বার্তা
সালানপুর ব্লক প্রশাসন পুজোর নিরাপত্তায় বিশেষ নজরদারি চালাচ্ছে। স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে নারী সুরক্ষা, নেশামুক্ত সমাজ ও পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এই ধরনের সর্বজনীন উৎসব বাংলার গৌরব। সবাই মিলে দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দঘন করুন।”

ghanty

Leave a comment