পিতৃপুরুষদের স্মরণে নদীর ঘাটে আস্থা ও আয়োজনের অনন্য দৃশ্য

single balaji

আসানসোল। রবিবার ভোর থেকেই দমোদর ও অজয় নদীর ঘাটজুড়ে আস্থার ঢেউ। পিতৃপুরুষদের স্মরণে ‘পিতৃতর্পণ’-এর আয়োজন ঘিরে হাজার হাজার ভক্ত ভোর থেকেই পরিবার-পরিজন নিয়ে উপস্থিত হন। নদীর পাড়ে স্নান-ধ্যান ও বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে তিল ও জল অর্পণ করেন পিতৃপুরুষদের উদ্দেশে।

অজয় নদীতেও জনসমুদ্র
দমোদরের পাশাপাশি অজয় নদীর ঘাটগুলিতেও একই ছবি— সকাল থেকেই লম্বা লাইন, মাটির প্রদীপ, ভক্তদের হাতে কুল ও তিলের থালা। মহিলারা, প্রবীণরা ও তরুণরা সকলে মিলেমিশে পূজা-অর্চনায় সামিল।

প্রশাসনের নজরদারি ও বিশেষ ব্যবস্থা
ভক্তদের ভিড় সামলাতে আসানসোল পৌর প্রশাসন ও পুলিশ বিশেষ সতর্কতা নিয়েছে। মাইকের মাধ্যমে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি এড়াতে ও নদীর ধার ঘেঁষে শিশুদের প্রতি বিশেষ নজর রাখার আবেদন জানানো হয়। ঘাটের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে, অস্থায়ী ব্যারিকেড, নজরদারি টাওয়ার ও সিসি ক্যামেরাও বসানো হয়েছে।

জরুরি পরিষেবা ও স্বাস্থ্যকর্মী মোতায়েন
যেকোনো জরুরি পরিস্থিতির জন্য স্বাস্থ্যকর্মী, অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল রাখা হয়েছে। ফলে ভক্তরা নির্বিঘ্নে পিতৃতর্পণ সম্পন্ন করতে পেরেছেন।

আস্থার আবহে শান্তিপূর্ণ সমাপ্তি
প্রশাসনের উদ্যোগে নিরাপত্তা ও শৃঙ্খলার নিখুঁত মেলবন্ধনে ঘাটজুড়ে এক অনন্য আবহ সৃষ্টি হয়। ভক্তরা জানান, এর ফলে সহজেই তারা আচার-অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছেন। সকাল জুড়ে নদীর ঘাটে মন্ত্রোচ্চারণ, ভজন-কীর্তন ও পুজোর ধ্বনি ভেসে আসে।

ghanty

Leave a comment