দুর্গাপুর। শিক্ষা দুনিয়ায় এক বড় পরিবর্তন। এবার থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) দুর্গাপুরের ছাত্রছাত্রীরা বিটেকের পাশাপাশি এমবিএও করতে পারবে। আর এর জন্য ক্যাট পরীক্ষার দরকার পড়বে না। শুক্রবার এনআইটি দুর্গাপুর ও আইআইটি বিশাখাপত্তনমের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এনআইটির ডিরেক্টর প্রফেসর অরবিন্দ চৌবে এবং আইআইটির ডিরেক্টর অনলাইনে উপস্থিত ছিলেন। প্রফেসর চৌবে জানান,
“ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি ম্যানেজমেন্টের পড়াশোনা এখন ছাত্রদের আরও প্রতিযোগিতামূলক করে তুলবে। সময় ও অর্থ দুটোই বাঁচবে এবং একইসঙ্গে ডাবল ডিগ্রি নেওয়ার সুযোগ থাকবে।”
এমবিএটি হবে সম্পূর্ণ অনলাইন মোডে, কিন্তু ডিগ্রি প্রদান হবে স্বাভাবিক সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমেই।
এই উদ্যোগের মূল সুবিধাগুলি
- বিটেকের পাশাপাশি এমবিএ করার সুযোগ।
- ক্যাট পরীক্ষার প্রয়োজন নেই।
- সময় ও অর্থের সাশ্রয়।
- অনলাইন পড়াশোনা, অথচ স্বাভাবিক কনভোকেশনে ডিগ্রি প্রদান।
- চাকরি ও উদ্যোক্তা দুটো ক্ষেত্রেই ডাবল সুবিধা।
শিক্ষা বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ টেকনো-ম্যানেজমেন্ট দক্ষতা তৈরি করবে যা ছাত্রদের বৈশ্বিক চাকরির বাজারে আরও শক্তিশালী করে তুলবে।











