আসানসোল: মহিশিলা তিন নম্বর কলোনির কুমারটুলি এলাকা শুক্রবার হঠাৎ তোলপাড় হয়ে যায়, যখন বিখ্যাত মূর্তিশিল্পী বাপি পালের কারখানা থেকে সদ্যনির্মিত দুর্গা ঠাকুরের প্রতিমার মুণ্ডু (মুখমণ্ডল) চুরির ঘটনা প্রকাশ্যে আসে। প্রতিমাটি পরের দিনই ডেলিভারির জন্য প্রস্তুত ছিল।
বিহার নিবাসীর বিরুদ্ধে অভিযোগ
স্থানীয় সূত্রের খবর, মহিষিলারই অন্য একটি কারখানায় কর্মরত বিহার নিবাসী এক যুবক এই চুরির সঙ্গে জড়িত। খবর পেয়ে স্থানীয়রা তৎপর হয়ে ওঠেন এবং ওই যুবকের কর্মস্থল থেকে দুর্গা প্রতিমার মুণ্ডু উদ্ধার করেন।
খুঁটিতে বেঁধে পুলিশের হাতে তোলা
ক্ষুব্ধ জনতা অভিযুক্ত যুবককে ধরে খুঁটিতে বেঁধে ফেলে এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে যুবককে হেফাজতে নিয়ে থানায় পাঠায়।
মূর্তিশিল্পী বাপি পালের ক্ষোভ
বাপি পাল বলেন,
“এবার আমরা দুর্গা ঠাকুরের মুখটি অত্যন্ত সুন্দরভাবে তৈরি করেছিলাম। দেশজুড়ে প্রশংসা পাচ্ছিলাম। আগামীকাল ডেলিভারি দেওয়ার কথা ছিল। এই ক্ষতি কীভাবে পুষিয়ে দেব বুঝতে পারছি না।”
তিনি আরও দাবি করেন, তার সৃষ্টির প্রতি কিছু মানুষের হিংসা থেকেই হয়তো এই ঘটনা ঘটেছে।
হরি রঞ্জন পালের বক্তব্য
অভিযুক্ত যুবক যে কারখানায় কাজ করত, সেই কারখানার মালিক হরি রঞ্জন পাল জানান,
“কালই ও এখানে থেকে পেমেন্ট নিয়ে গিয়েছিল। এর পর কী হয়েছে আমরা জানি না।”
স্থানীয়দের ক্ষোভ ও নিরাপত্তার দাবি
দুর্গা পুজোর আগে এ ধরনের চুরি কুমারটুলির শিল্পীদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা প্রশাসনের কাছে শিল্পীদের কর্মশালায় কড়া নিরাপত্তা দেওয়ার দাবি তুলেছেন। পুলিশ এখন খতিয়ে দেখছে, এর পেছনে আরও বড় কোনও চক্র কাজ করছে কি না।