আসানসোল। রবিবার আসানসোল নগরনিগমের উদ্যোগে দুর্গাপূজা শারদ সম্মান ২০২৪ রবীন্দ্র ভবনে জাঁকজমক ও ঐতিহ্যের আবহে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে আসানসোল নগরনিগম এলাকার বহু দুর্গাপূজা কমিটিকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়। পূজার ঢাক, শঙ্খধ্বনি, আলোকসজ্জা আর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে রবিন্দ্র ভবন যেন এক ক্ষুদ্র দুর্গোৎসবে পরিণত হয়।
অনুষ্ঠানে উপস্থিত নগরনিগমের মেয়র বিধান উপাধ্যায় জানান, নগরনিগমের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে যাতে শহরের অধিকাংশ দুর্গাপূজা কমিটি সম্মান পায়। তাঁর মতে, এই সম্মান আয়োজকদের উৎসাহ আরও বাড়াবে এবং আগামী দিনে দুর্গাপূজা আরও সুসংগঠিত ও আকর্ষণীয় হবে।
মেয়র আরও বলেন, সম্মানের পাশাপাশি সরকারি নির্দেশিকা ও নিয়মকানুন মানা সমানভাবে গুরুত্বপূর্ণ। তিনি আশাবাদী যে, সমস্ত পূজা কমিটি নিয়ম মেনে সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশকে ইতিবাচক রাখবে, যাতে দুর্গোৎসব আরও শৃঙ্খলাবদ্ধ ও দর্শনীয় হয়।
অনুষ্ঠানে শহরের বিশিষ্ট ব্যক্তিত্ব, সাংস্কৃতিক কর্মী, স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। নগরনিগমের তরফে ঘোষণা করা হয় যে আগামী বছরও আরও বৃহৎ পরিসরে এই সম্মাননা অনুষ্ঠান করা হবে। বিশেষ আকর্ষণ ছিল পূজা কমিটিদের প্রদর্শনী স্টল ও আলোকসজ্জার প্রদর্শন, যা দর্শকদের মন কেড়ে নেয়।