ড. আম্বেদকর ও তৃণমূলের পতাকা হাতে বারাবনির পথে ক্ষুব্ধ গ্রামবাসীরা

বারাবনি, পশ্চিম বর্ধমান: শনিবার বারাবনির ফটকের কাছে অদ্ভুত দৃশ্য। ড.ভীমরাও আম্বেদকর ও তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে শতাধিক গ্রামবাসী একজোট হয়ে স্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিল করলেন। কয়েক দিন আগে চরনপুর OCP এলাকায় ঘটে যাওয়া অশান্তি ও “নিয়মিত হয়রানি”-র প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাস ধরে চরনপুর অঞ্চলে গ্রামবাসীরা প্রশাসনিক চাপ ও অসুবিধার শিকার হচ্ছেন। তাঁদের দাবি, বারবার অভিযোগ জানানোর পরেও কোনো সমাধান হয়নি। তাই ন্যায়বিচারের দাবিতে এদিন তাঁরা একজোট হয়ে পথে নামেন।

বিক্ষোভ মিছিলে “হয়রানি আর নয়”, “আমাদের দাবি মানতে হবে” ইত্যাদি স্লোগান তোলা হয়। উপস্থিত নেতৃত্ব বলেন, “এই আন্দোলন গ্রামের মানুষের কণ্ঠস্বরকে আরও জোরদার করার লড়াই। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলন আরও তীব্র করা হবে।”

গ্রামবাসীরা স্পষ্ট জানিয়েছেন, তাঁদের সমস্যা মিটিয়ে না দেওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। এলাকার যুবসমাজ থেকে প্রবীণ— সকলে মিলে এই মিছিলে অংশ নেন। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই মিছিলের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে, যা বরবনির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

ghanty

Leave a comment