জামুড়িয়া │
পানীয়জল সংকটের জেরে বৃহস্পতিবার জামুড়িয়ার খাস কেন্দা দুর্গা মন্দিরের নিকটে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা ও যাত্রীরা ন্যাশনাল হাইওয়ে-৬০ অবরোধ করে প্রশাসনের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন। তারা দাবি তোলেন, “এক মাসেরও বেশি সময় ধরে পিএইচই-র জল সরবরাহ বন্ধ রয়েছে। অভিযোগ করেও কোনও সমাধান হয়নি।”
গ্রামবাসীরা অভিযোগ করেছেন, জল সংগ্রহের জন্য তাঁদের দূরদূরান্তে ঘুরতে হচ্ছে। এলাকায় পানীয়জলের সঙ্কট চরমে পৌঁছেছে। এর ফলে রাস্তা অবরোধ ও বিক্ষোভে জাতীয় সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। ট্রাক, বাস, অটো ও মোটরবাইক সবকিছুই জ্যামে আটকে পড়ে। প্রবল গরম আর রোদে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। বহু স্কুলপড়ুয়া ও রোগীদেরও রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়।
অবরোধের খবর পেয়ে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা, জামুড়িয়ার যুগ্ম বিডিও এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ আলোচনার পর অবরোধকারীদের সমাধানের আশ্বাস দেন। অবশেষে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ উঠে যায় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
অবরোধকারীরা প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘‘যদি অবিলম্বে সমস্যার সমাধান না হয়, তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামব।” স্থানীয় সূত্রের দাবি, খাস কেন্দা, কেন্দা কোলিয়ারি, শংকরপুরসহ জামুড়িয়ার বিভিন্ন ওয়ার্ডে পানীয়জলের প্রকট সঙ্কট চলছে। বহু হ্যান্ডপাম্প শুকিয়ে গিয়েছে।












