জামুড়িয়া │ রিপোর্ট
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনে জামুড়িয়া থানার উদ্যোগে আজ নন্দী রোডের নজরুল শতবর্ষিকী ভবনে দুর্গাপূজো ও আখড়া কমিটিগুলির সঙ্গে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এলাকায় সক্রিয় সব দুর্গাপূজো কমিটি ও আখড়া কমিটির প্রতিনিধিরা বিপুল সংখ্যায় উপস্থিত হয়ে তাঁদের মতামত ব্যক্ত করেন।
এই বৈঠকে উপস্থিত ছিলেন ডি সি পি (সেন্ট্রাল) ধ্রুভ দাস, এ সি পি (সেন্ট্রাল ২) বিমল কুমার মির্ধা, সি আই সুশান্ত চট্টোপাধ্যায়, এ ডি সি ট্রাফিক প্রদীপ কুমার মণ্ডল, জামুড়িয়া থানার ওসি সোমেন্দ্রনাথ ঠাকুর, শ্রীপুর ফাঁড়ির ইনচার্জ মেহরাজ আনসারি, কেন্দা ফাঁড়ির ইনচার্জ লক্ষ্মীনারায়ণ দে, চুরুলিয়া ফাঁড়ির ইনচার্জ সুশোভন বন্দ্যোপাধ্যায়, জামুড়িয়া ট্রাফিক ওসি সুবীর সেন, এ এস আই বিপিন পাল, জামুড়িয়া ভিডিও অরুণালোক ঘোষ, মেয়র পরিষদ সদস্য সুব্রত অধিকারী, জামুড়িয়া বরো ওয়ান চেয়ারম্যান শেখ শানদার, জামুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ইন্দ্রা বাধ্যকর, লতিফা কাজি, পবন আগরওয়ালসহ প্রশাসনের সিনিয়র আধিকারিকরা।
ডি সি পি ধ্রুভ দাস বৈঠকে বলেন, প্রতি বছরের মতো এ বছরও দুর্গাপূজো ও আখড়া কমিটিগুলির সঙ্গে প্রশাসনিক বৈঠক করা হয়েছে। পূজো কমিটিগুলিকে বিভিন্ন সরকারি নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, রাতে পূজামণ্ডপের নিরাপত্তার জন্য কমিটিগুলিকে নিজস্ব লোক নিয়োগ করতে হবে। যদি কোনও কমিটি তা না করে, তবে ধরে নেওয়া হবে তারা ইচ্ছে করেই করেনি।
তিনি আরও জানান, ট্রাফিক ব্যবস্থাকেও নিয়ন্ত্রণে রাখতে হবে। পুলিশ প্রশাসন ও ট্রাফিক বিভাগ ব্যবস্থা নিলেও পূজো কমিটির সদস্যদেরও দায়িত্ব নিতে হবে। কোথাও কোনও অপ্রত্যাশিত ঘটনা ঘটলেও অযথা তা নিয়ে উত্তেজনা সৃষ্টি না করার বার্তা দেন তিনি।
অন্য পুলিশ আধিকারিকরা বলেন, জামুড়িয়ায় প্রতি বছর শান্তিপূর্ণভাবে দুর্গাপূজো অনুষ্ঠিত হয়। তাঁদের বিশ্বাস এ বছরও একই রকম শান্তিপূর্ণভাবে পূজো হবে। তাঁরা সব পূজো কমিটিকে সরকারি নিয়ম মেনে দুর্গাপূজো করার আহ্বান জানান এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার অনুরোধ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এ বছর জামুড়িয়ার বিভিন্ন পুজোমণ্ডপে সিসিটিভি ও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা করা হয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে ট্রাফিক ডাইভারশন ও আলাদা পার্কিং জোন করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।












