দুর্গাপূজার আগে মাতৃ বিভাগে সাড়ি বিতরণে লায়ন্স ক্লাব অব দুর্গাপুরের অভিনব উদ্যোগ

single balaji

দুর্গাপুর :
দুর্গাপুর মহকুমা (ডিস্ট্রিক্ট) হাসপাতালের মাতৃ বিভাগে শনিবার এক অনন্য দৃশ্যের সাক্ষী হলেন রোগী ও স্বজনেরা। দুর্গাপুর লায়ন্স ক্লাবের পক্ষ থেকে মাতৃ বিভাগে চিকিৎসাধীন মহিলাদের হাতে নতুন সাড়ি তুলে দেওয়া হয় এবং তাদের পুষ্টিকর পানীয় ও মিষ্টি খাওয়ানো হয়।

লায়ন্স ক্লাব অব দুর্গাপুরের সভাপতি রাকেশ ভট্টাডের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুর্গাপূজার আগেই এমন উপহার পেয়ে মহিলাদের মুখে হাসি ফুটে ওঠে। উল্লেখযোগ্য, এই দিনটি ছিল রাকেশ ভট্টাডের জন্মদিনও। তাই সাড়ি বিতরণের সঙ্গে সঙ্গেই মিষ্টিমুখ করিয়ে উদযাপন করা হয়।

সভাপতি রাকেশ ভট্টাড এবং তার স্ত্রী রাধা ভট্টাড এই উপলক্ষে উপস্থিত সকলকে দুর্গাপূজার আগাম শুভেচ্ছা জানান। এই মানবিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন হিমেল দত্ত (সাবেক সভাপতি), লায়ন সঞ্জয় পল (কোষাধ্যক্ষ), লায়ন আফতাব হোসেন, লায়ন মিতা গাঙ্গুলি, লায়ন সঞ্জিত শিকদার, লায়ন গণেশ সেন, লায়ন অনিতা মুখার্জি, লায়ন জয় মুখার্জি, লায়ন মহেন্দ্র মৌর্য ও লায়ন অমর বরাল প্রমুখ।

লায়ন্স ক্লাবের সদস্যরা জানান, দুর্গাপুরের স্বাস্থ্য ও সমাজকল্যাণে এরকম উদ্যোগ ভবিষ্যতেও নেওয়া হবে। দুর্গাপূজার আগে হাসপাতালের এই সাড়ি ও মিষ্টি বিতরণ কর্মসূচি শহরজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

ghanty

Leave a comment