দুর্গাপুর বার অ্যাসোসিয়েশন নির্বাচনে রেকর্ড মনোনয়ন, সঞ্জীব কুণ্ডু এগিয়ে

single balaji

দুর্গাপুর:
দুর্গাপুর কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল। টানা চারদিন মনোনয়নপত্র বিতরণ এবং তিনদিন ধরে মনোনয়নপত্র জমা নেওয়া হয়। এই প্রথম দুর্গাপুর কোর্টের ইতিহাসে বিভিন্ন পদে এত বিপুলসংখ্যক প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন—মোট ১১৯ জন।

সবচেয়ে উল্লেখযোগ্য দিক—এই নির্বাচনে প্রথমবার মহিলা আইনজীবী ও নবীন আইনজীবীদের বিপুল অংশগ্রহণ। ফলে এই নির্বাচন বার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নতুন রঙ যোগ করতে চলেছে।

বার অ্যাসোসিয়েশনে মোট ২৬টি পদে ভোট হবে—সভাপতি, সম্পাদক, সহ-সভাপতি, সহকারী সম্পাদক, কোষাধ্যক্ষ, লাইব্রেরিয়ান, সহকারী লাইব্রেরিয়ান এবং ১৫ জন কার্যনির্বাহী সদস্য। সভাপতি পদে চারজন এবং সম্পাদক পদে দু’জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সভাপতি পদে সরাসরি লড়াই হবে অ্যাডভোকেট সঞ্জীব কুণ্ডু ও প্রবীণ আইনজীবী গোরক্ষপ্রসাদ সাহুর মধ্যে। সম্পাদক পদে লড়াই অ্যাডভোকেট অনুপম মুখার্জি ও কল্লোল ঘোষের। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, সভাপতি পদে অ্যাডভোকেট সঞ্জীব কুণ্ডু বর্তমানে এগিয়ে আছেন।

দীর্ঘদিন ধরে দুর্গাপুরে সরাসরি বার অ্যাসোসিয়েশন নির্বাচন হয়নি। তাই তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস থেকে সিপিআই(এম)—সব রাজনৈতিক দলেরই কড়া নজর রয়েছে এই নির্বাচনে। আগামী বছর পুরনো আদালত ভবন থেকে নতুন “কোর্ট ভবন”-এ স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা থাকায় এই নির্বাচনের গুরুত্ব আরও বেড়ে গেছে।

স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, নতুন বার অ্যাসোসিয়েশন নেতৃত্বের হাতে আইনজীবীদের স্বার্থরক্ষা, আধুনিক পরিকাঠামো ও আদালতের মানোন্নয়ন নিয়ে বড় দায়িত্ব আসছে।

ghanty

Leave a comment