আসানসোল :
আজকের দিনটি ইতিহাসে বিশেষ — এই দিনেই শিকাগো বিশ্বধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দ তাঁর অমর ভাষণ দিয়ে ভারতকে গর্বিত করেছিলেন। সেই অনুপ্রেরণাদায়ক স্মৃতিকে সামনে রেখে শুরু হলো “নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট”।
আসানসোল পলো টেকনিক্যাল গ্রাউন্ডে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী ড. সুকান্ত মজুমদার। তিনি প্রদীপ প্রজ্বলন করে ও প্রতীকী ফুটবল কিক মেরে খেলার সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ড. মজুমদার বলেন –
“স্বামী বিবেকানন্দের শিকাগো ভাষণ শুধু ভারত নয়, সমগ্র বিশ্বের জন্য এক আলোকবর্তিকা। তিনি যেমন যুবসমাজকে নতুন দিশা দিয়েছিলেন, তেমনি খেলাধুলাও যুবসমাজের ব্যক্তিত্ব গঠনে ও সমাজ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নরেন্দ্র কাপ টুর্নামেন্ট সেই চেতনা নিয়েই অনুষ্ঠিত হচ্ছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি, বিজেপি রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি, বিজেপি জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্যসহ বহু ক্রীড়াপ্রেমী, স্থানীয় বাসিন্দা, খেলোয়াড় ও বিশিষ্টজনেরা।
নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন জেলার একাধিক দল অংশগ্রহণ করছে। বিজয়ী দলকে দেওয়া হবে আকর্ষণীয় ট্রফি ও পুরস্কার। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এই প্রতিযোগিতাকে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে আরও বেশি প্রতিভাবান খেলোয়াড় সুযোগ পান।
এই টুর্নামেন্ট শুধু খেলাধুলার প্রচারই করবে না, স্বামী বিবেকানন্দের আদর্শ, দেশপ্রেম ও যুবশক্তির ইতিবাচক বার্তাও ছড়িয়ে দেবে।











