পানাগড়ে মর্মান্তিক দুর্ঘটনা: ডিভিসি খালে অন্ধ যুবকের মৃত্যু, উত্তেজনা

single balaji

পশ্চিম বর্ধমানের পানাগড় বাজার এলাকায় মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর ঘটনা ঘটে। সকাল সাতটা নাগাদ ডিভিসি খালের জলে এক মধ্যবয়সী অন্ধ ব্যক্তি ডুবে যান। মৃত ব্যক্তির নাম রবীন্দ্র গুপ্তা বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

স্থানীয়দের দাবি, সকালবেলা খালের ধারে হাঁটার সময় রবীন্দ্রবাবু হঠাৎই পা পিছলে জলে পড়ে যান। আশেপাশের লোকজন চিৎকার শুনে ছুটে আসেন এবং তৎক্ষণাৎ খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ এবং কাঁকসা গ্রামপঞ্চায়েতের উপপ্রধান ঘটনাস্থলে পৌঁছন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পরে পশ্চিমবঙ্গ সরকারের সিভিল ডিফেন্সের একটি বিশেষ দলও ঘটনাস্থলে আসে। টানা কয়েক ঘন্টার তল্লাশির পর অবশেষে কয়েক কিলোমিটার দূরে চাকতেতুল গ্রাম পঞ্চায়েতের শালডাঙা লকগেট এলাকা থেকে দেহ উদ্ধার করা হয়।

এই ঘটনায় সমগ্র এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, খালের ধারে সুরক্ষা ব্যবস্থা একেবারেই নেই। তাদের দাবি, দুর্ঘটনা রোধে দ্রুত বাঁশের ব্যারিকেড ও সতর্কীকরণ বোর্ড বসানো হোক।

এদিকে, কাঁকসা থানার পুলিশ দেহটি উদ্ধার করে পানাগড় স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। পরিবারে শোকের মাতম চলছে, গ্রামজুড়ে নেমে এসেছে নিস্তব্ধতা।

ghanty

Leave a comment