২০০ বছরের ঐতিহ্য! শ্রীপুর রোডের পুকুরে ছটপুজোর প্রস্তুতি শুরু

single balaji

কুলটি: আসানসোল পৌরনিগমের নিয়ামতপুর বরো অফিসের চেয়ারম্যান তথা স্থানীয় কাউন্সিলর চৈতন্য মাজির নেতৃত্বে মঙ্গলবার শ্রীপুর রোডের ঐতিহ্যবাহী পুকুরে ছটপুজো উপলক্ষে বিশেষ সাফাই অভিযান চালানো হয়।

চৈতন্য মাজি জানিয়েছেন, প্রায় ২০০ বছর ধরে এই পুকুরেই ছটপুজো উদযাপিত হয়ে আসছে। আশেপাশে ঘনবসতি থাকায় পুকুরে প্রতি বছরই আবর্জনা জমে যায়। তাই দুর্গাপুজো ও অন্যান্য উৎসবের ব্যস্ততার মধ্যেও আগে থেকেই পুকুর পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জিটি রোডের ধারে অবস্থিত এই পুকুরে শ্রীপুর গ্রাম, ডিভিসি কলোনি, থানা মোড়, নিউ রোড-সহ পাড়ার মানুষ একত্রিত হয়ে ছটপুজো উদযাপন করেন। স্থানীয় বাসিন্দারাও এই প্রস্তুতিতে সক্রিয় ভূমিকা পালন করেন।

চৈতন্য মাজি আশ্বাস দিয়েছেন যে ছটব্রতীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা করা হবে। এর মধ্যে থাকবে প্রসাদ হিসেবে ফল বিতরণ, পূজার সামগ্রী সরবরাহ, আলো ও নিরাপত্তার ব্যবস্থা।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের নিয়ামতপুর বরো অফিসের স্যানিটেশন বিভাগের এএসআই অভিষেক মজুমদার, সুপারভাইজার তপন বাউরি, মৃত্যুঞ্জয় আচার্য্য এবং স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের বক্তব্য, “ছট আমাদের আস্থার উৎসব। পুকুর পরিষ্কার রাখা আর ভ্রাতৃত্বের পরিবেশ তৈরি করা আমাদের সবার কর্তব্য।”

ghanty

Leave a comment