🚨 পুলিশ দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি, কুলটিতে পথ দুর্ঘটনা রোধে বার্তা

single balaji

কুলটি :
পুলিশ দিবস উপলক্ষে শনিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি ট্রাফিক গার্ডের উদ্যোগে “সেভ ড্রাইভ, সেভ লাইফ” প্রচারের আওতায় এক বিশাল সড়ক নিরাপত্তা সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হলো। র‍্যালিটি কুলটি ক্লাব রোড থেকে থানা মোড় পর্যন্ত আয়োজিত হয়। এতে স্কুলের ছাত্রছাত্রী, কুলটি ট্রাফিক গার্ড পুলিশ ও স্থানীয় বাসিন্দারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

র‍্যালির সময় পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করা হয়—

  • মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট পরতে হবে
  • ট্রাফিক আইন মেনে চলা জরুরি
  • সড়কে সামান্য অসতর্কতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে

এদিন কুলটি ট্রাফিক পুলিশ হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাচ্ছিলেন এমন কয়েকজনকে থামিয়ে বুঝিয়ে বলেন যে নিরাপত্তার জন্য হেলমেট অতি প্রয়োজনীয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুলটি ট্রাফিক গার্ডের ওসি চিন্ময় মণ্ডল, এএসআই সপন রজক সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা। চিন্ময় মণ্ডল বলেন—

“পুলিশ দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে আজকের র‍্যালির মাধ্যমে মানুষকে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করা হচ্ছে, যাতে পথ দুর্ঘটনা কমানো যায়।”

ছাত্রছাত্রীদের হাতে পোস্টার ও প্ল্যাকার্ড ছিল, যেখানে লেখা ছিল—

  • “হেলমেট পরে চালাও বাইক, রাখো নিজের প্রাণকে সেফ”
  • “ট্রাফিক আইন মেনে চল, জীবন করো সফল”
  • “সড়ক নিরাপত্তা সবার আগে, পরিবার তোমায় চায় বাঁচাতে”

র‍্যালি শেষে স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান। অনেকের মতে, এই ধরনের সচেতনতা অভিযান দুর্ঘটনা কমাতে কার্যকর ভূমিকা রাখবে।

👉 কুলটির এই র‍্যালি এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ghanty

Leave a comment