ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের উদ্যোগে শিক্ষকদের বিশেষ সম্মাননা

single balaji

কলকাতা :
শিক্ষক দিবসের প্রাক্কালে টালিগঞ্জে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ইকুইটেবল হিউম্যান রাইটস সোশ্যাল কাউন্সিল-এর পক্ষ থেকে কলকাতার একাধিক নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষিকাকে ‘বিদ্যা রত্ন আইকন অ্যাওয়ার্ড’-এ ভূষিত করা হল।

🌸 অনুষ্ঠানে আন্তর্জাতিক চেয়ারম্যান ও মিডিয়া পার্সোনালিটি সঞ্জয় সিনহা বলেন—
“শিক্ষকদের কুমোর বলা হয়, কারণ তাঁরা মাটির মতো কোমল শিশুদের শিক্ষা ও সংস্কারের মাধ্যমে পূর্ণাঙ্গ আকার দেন। এই শিশুরাই একদিন দেশের গুরুত্বপূর্ণ আসনে অধিষ্ঠিত হয়। তাই সমাজে শিক্ষকদের স্থান সর্বোচ্চ।”

📌 এই সম্মাননা প্রাপকদের মধ্যে ছিলেন —
অনিতা পাস্কার, উমা রোজারিও, মানুশি গোমস, পামেলা গোমস, চিত্রলেখা বিশ্বাস, সন্ধ্যা জেনা, ক্যামেলিয়া রোজারিও, রেজিনা রোজারিও, সঙ্গীতা চ্যাটার্জী, অর্পিতা পাহাড়ি মন্ডল, ইন্দিরা রোজারিও ও শর্মিষ্ঠা মুখার্জী।

👉 একইসঙ্গে অনুষ্ঠানে কাউন্সিলের নতুন পদাধিকারীদের পরিচয়পত্র ও বিভিন্ন নথি প্রদান করা হয়। চেয়ারম্যান সঞ্জয় সিনহাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা সহ-সভাপতি কৌশিক রায় চৌধুরী ও চন্দন কুণ্ডু।

🌟 অনুষ্ঠানের সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন —
জেলা সভাপতি (উইমেন্স উইং) কুমকুম মাইতি বিশ্বাস, সিটি ভাইস প্রেসিডেন্ট ইলা মন্ডল, সিটি এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মধুমিতা মন্ডল নস্কর, সিটি ভাইস প্রেসিডেন্ট কৌশিক দত্ত, সিটি অবজারভার চিত্রলেখা বিশ্বাস প্রমুখ।

✨ অনুষ্ঠানে উপস্থিত শিশু ও তরুণদের মানবাধিকারের মৌলিক ধারণা তুলে ধরা হয়। কর্মকর্তারা তাঁদের সঙ্গে সময় কাটান ও উৎসাহ দেন। শেষে কুমকুম মাইতির ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

ghanty

Leave a comment