সালানপুর-আল্লাডিতে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’, মানুষের সমস্যার সরাসরি শুনানি

single balaji

সালানপুর:
বুধবার সালানপুর ব্লকের সালানপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত সালানপুর কমিউনিটি হলে (বুথ সংখ্যা 142 ও 143) এবং আল্লাডি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত আল্লাডি ঈশ্বরচন্দ্র মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে (বুথ সংখ্যা 38 ও 39) অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেস সরকারের জনপ্রিয় কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক ও আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন সালানপুর ব্লকের বিডিও, জেলা পরিষদের কার্যাধ্যক্ষ মোহাম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিংহ, সালানপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিদ্যুত মিশ্র সহ আরও অনেকে।

স্থানীয় মানুষজন এদিন রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা ও আবর্জনা পরিষ্কার সম্পর্কিত নানা সমস্যা খোলামেলা ভাবে তুলে ধরেন। বিধান উপাধ্যায় আশ্বাস দেন, যেসব সমস্যা দ্রুত সমাধান সম্ভব, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং বড় সমস্যাগুলি সমাধানের জন্য জেলা ও রাজ্য স্তরে উদ্যোগ গ্রহণ করা হবে।

তৃণমূলের এই কর্মসূচি মূলত মানুষের দোরগোড়ায় গিয়ে তাদের অভাব-অভিযোগ শুনে সরাসরি সমাধান দেওয়ার প্রচেষ্টা। এলাকাবাসীর বক্তব্য, এই ধরনের উদ্যোগে জনগণ ও সরকারের মধ্যে দূরত্ব অনেকটাই কমে আসছে।

ghanty

Leave a comment