আসানসোল: বুধবার মহিশিলার ওয়াক্স মিউজিয়ামে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল বাংলার চলচ্চিত্র জগতের মহানায়ক উত্তম কুমারের ৯৯তম জন্মবার্ষিকী। এদিন মোমশিল্পী সুশান্ত রায়ের নির্মিত মহানায়কের মোমমূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজন ও স্থানীয় মানুষজন আবেগঘন পরিবেশে মহানায়কের স্মৃতিচারণা করেন। মূর্তির সামনে ভক্তরা ভক্তিভরে পুষ্পাঞ্জলি দেন। পুরো অনুষ্ঠানস্থল তখন এক বিশেষ শ্রদ্ধাময় আবহে ভরে ওঠে।
উল্লেখযোগ্য যে, বাংলা চলচ্চিত্র জগতে ‘মহানায়ক’ উপাধিতে ভূষিত উত্তম কুমার সপ্তপদী, নায়ক, চিরদিনই তোমার সহ অসংখ্য কালজয়ী ছবির মাধ্যমে দর্শকদের মনে অমলিন ছাপ রেখে গিয়েছেন।
অনুষ্ঠানে বক্তারা জানান, আগামী বছর তাঁর ১০০তম জন্মশতবার্ষিকী উপলক্ষে আসানসোলসহ সমগ্র বাংলায় আরও বড় আকারে বিভিন্ন সাংস্কৃতিক ও স্মরণীয় কর্মসূচি গ্রহণ করা হবে।












