যুবনেতা তুফানকে শ্রদ্ধাঞ্জলি, কুলটি ব্রাদার্স কাপে ঝলমল করল রায়ন আরএসআর

single balaji

কুলটি: সেল গ্রোথ ওয়ার্কস কুলটির গণেশ ময়দানে প্রাক্তন ছাত্র-যুবনেতা অভিষেক চক্রবর্তী (তুফান)-এর স্মৃতিতে দুই দিনের এক বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। কুলটি কলেজের ছাত্রনেতা যতীন গুপ্তর উদ্যোগে এই টুর্নামেন্টের সূচনা হয়, যেখানে সোমবার সন্ধ্যায় চূড়ান্ত ম্যাচে রায়ন আরএসআর আসানসোল এক গোলে পরাজিত করে যাদবজি আসানসোলকে। এর মাধ্যমে তারা কুলটি ব্রাদার্স কাপ জয় করে নেয়।

বিজয়ী দলকে একটি শিল্ড ও নগদ ১৮ হাজার টাকার পুরস্কার প্রদান করা হয়।

ছাত্র পরিষদের এসকে ইনামুল জানিয়েছেন, প্রয়াত তৃণমূল যুব কংগ্রেস নেতা ও কুলটি কলেজ ছাত্র পরিষদের প্রাক্তন যুবনেতা অভিষেক চক্রবর্তী (তুফান)-এর স্মৃতিকে অম্লান রাখতেই প্রতিবছর এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদ যৌথভাবে কুলটি ব্রাদার্স-এর সহযোগিতায় প্রতিযোগিতাটি পরিচালনা করে। এবছর টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করে। এর উদ্বোধন করেন কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত তুফানের পিতা ও তৃণমূল নেতা সুবল চক্রবর্তী, কাউন্সিলর ববিতা দাস, আশোক রুদ্র, ব্লক সভাপতি কঞ্চন রায়, জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি পাথো দেবাশীষ, ছাত্র পরিষদের জেলা সভাপতি অভিনব মুখার্জি সহ আরও বহু ছাত্র ও যুবনেতা। উপস্থিত নেতৃবৃন্দ জানান, তুফান শুধু একজন ছাত্রনেতাই ছিলেন না, কুলটির অগণিত তরুণের প্রেরণা ছিলেন। তার স্মৃতিকে ধরে রাখতে এই ফুটবল প্রতিযোগিতা আগামী দিনেও চলতে থাকবে।

ghanty

Leave a comment