দেন্দুয়ার ইসিএল এরিয়া হাসপাতালের সামনে সোমবার ভর সন্ধেয় ঘটে গেল এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, রড বোঝাই একটি মালবাহী ট্রাক পিষে দিলেন এক বাইক আরোহীকে। গুরুতর আহত ব্যক্তির নাম অশোক মাহাতো, যিনি পেশায় এক জন LIC এজেন্ট। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি সরাসরি অশোকবাবুর পেটের ওপর দিয়ে চলে যায়।
ঘটনার পরপরই ট্রাকচালক ও খালাসি গা ঢাকা দেয়, তবে ক্ষুব্ধ জনতা ট্রাকটিকে আটকে রেখে দেন্দুয়া-কল্যানেশ্বরী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ওই রাস্তায় সম্পূর্ণ যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে অফিস ফেরত সাধারণ মানুষ থেকে শুরু করে পণ্যবাহী গাড়িগুলির সারি জমে যায়।
অশোক মাহাতো, যাঁর বাড়ি দেন্দুয়া সংলগ্ন শ্রীরামপুরে, বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এলাকাবাসীর অভিযোগ, এই রাস্তায় প্রায়ই ট্রাক ও ভারী গাড়ির বেপরোয়া দৌরাত্ম্য বেড়ে গেছে। স্থানীয়দের দাবি, পুলিশের কড়া নজরদারি এবং স্পিড ব্রেকার তৈরি করলেই এই ধরনের দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব।
এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও স্থানীয়দের ক্ষোভ এখনো থামেনি। একাধিক সামাজিক সংগঠন ইতিমধ্যেই রাস্তা সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থার দাবিতে আগামী সপ্তাহে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে।












