🚦 রানীগঞ্জে স্কুলপড়ুয়াদের ছবিতে ট্রাফিক নিয়ম, পুলিশ দিল সড়ক নিরাপত্তার বার্তা

single balaji

আসানসোল।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ ট্রাফিক গার্ডের উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হলো এক বিশেষ ট্রাফিক সচেতনতা কর্মসূচি। এই উপলক্ষে স্থানীয় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজিত হয়েছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সেখানে ছোট্ট শিল্পীরা রঙ-তুলির আঁচড়ে ফুটিয়ে তুললো হেলমেট ব্যবহারের গুরুত্ব, সড়ক পারাপারের নিয়ম, সিট বেল্ট লাগানোর প্রয়োজনীয়তা, ওভারস্পিডিং-এর ক্ষতি ইত্যাদি।

পুলিশ আধিকারিকরা উপস্থিত শিশুদের উদ্দেশে বলেন—
“আজ তোমরা স্কুলে পড়াশোনা করছো, কিন্তু চার-পাঁচ বছরের মধ্যে তোমরাই রাস্তায় গাড়ি চালাবে। এখন শেখানো এই নিয়মগুলো তখন তোমাদের জীবন বাঁচাতে সাহায্য করবে। ছোটবেলা থেকেই যদি সড়ক নিয়মের গুরুত্ব বোঝানো যায়, তবে ভবিষ্যতে দুর্ঘটনা অনেকটাই কমবে।”

প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। অন্য অংশগ্রহণকারীদেরও উৎসাহিত করতে ট্রাফিক সচেতনতামূলক সামগ্রী দেওয়া হয়।

পুলিশের মতে, এই ধরণের উদ্যোগ সমাজে এক ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। শিশুদের মাধ্যমে পরিবার ও সমাজকে বোঝানো যায় যে—
“সড়ক নিরাপত্তা মানে শুধু নিয়ম নয়, জীবন বাঁচানোর অঙ্গীকার।”

ghanty

Leave a comment