[metaslider id="6053"]

পশ্চিম বর্ধমানবাসীর জন্য ঐতিহাসিক দিন, চালু হলো জেলা কার্যালয়

আসানসোল: পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক পরিকাঠামোয় এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হলো বুধবার। জেলার জন্য নিজস্ব জেলা প্রশাসনিক ভবন ও পুলিশ কমিশনারেটের দপ্তর চালু হলো একসঙ্গে। আসানসোলের কল্যাণপুর হাউসিং এলাকায় নবনির্মিত জেলা প্রশাসনিক ভবন এবং আসানসোল জেলের কাছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নতুন দপ্তরের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পূর্ব বর্ধমান থেকে।

এই বিশেষ অনুষ্ঠানে শুধু উদ্বোধন নয়, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পশ্চিম বর্ধমানে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নতুন সড়ক নির্মাণ, ৯টি নতুন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, দোহমানিতে আধুনিক মার্কেট কমপ্লেক্স তৈরি, আসানসোল জেলা হাসপাতালে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট চালুর মতো বড় উদ্যোগের কথা জানান তিনি। পাশাপাশি বিভিন্ন জেলার উপযুক্ত উপভোক্তাদের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও ন্যায়মন্ত্রী মলয় ঘটক, জেলা শাসক এস. পন্না বালম, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, জামুরিয়া বিধায়ক হরিরাম সিংহ, রাণীগঞ্জ বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক শিবদাসন দাসু, আসানসোলের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ওয়াসিমুল হক, মেয়র পরিষদের সদস্য গুরুদাস চট্টোপাধ্যায় ও সুব্রত অধিকারী এবং আসানসোল চেম্বার অফ কমার্সের সম্পাদক শম্ভু ঝা-সহ জেলার বহু বিশিষ্ট প্রতিনিধি ও আমলা।

পশ্চিম বর্ধমানের নতুন প্রশাসনিক ভবন ও পুলিশ কমিশনারেট চালুর ফলে প্রশাসনের কাজকর্ম আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে। জেলার সাধারণ মানুষকে আর সরকারি পরিষেবার জন্য অন্যত্র যেতে হবে না। পাশাপাশি স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নমূলক প্রকল্পগুলি গোটা অঞ্চলের সর্বাঙ্গীন বিকাশে নতুন মাইলফলক তৈরি করবে।

ghanty

Leave a comment