সংবাদদাতা : সঞ্জীব কুমার যাদব
কুলটি: সোমবার কুলটি রেলওয়ে স্টেশনের কাছে কুলটির উন্নয়নকে ঘিরে এক নুক্কড় সভার আয়োজন করা হয় কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাসের নেতৃত্বে। সভার আগে সেল গ্রোথ ওয়ার্কস কুলটি কারখানার ইডি অনিল কুমার ব্লক সভাপতিকে আশ্বাস দেন যে দাবি নিয়ে বুধবার ব্যবস্থাপনা স্তরে বৈঠক হবে।
এদিন সভায় জেলা কংগ্রেসের সহ-সভাপতি হরাধন মণ্ডল বলেন, “সেল গ্রোথ ওয়ার্কসের দায়িত্ব শুধু শিল্প চালানো নয়, তার আশেপাশের এলাকার উন্নয়নও করা।” তিনি স্পষ্ট জানান, কুলটি রেলস্টেশন রোড, থানা মোড়, সিয়াল ডাঙাল ও নিউ রোড আজ জীর্ণ দশায় পড়ে রয়েছে। রাস্তা মেরামতির পাশাপাশি যেসব এলাকায় পানীয় জল ও বিদ্যুতের ব্যবস্থা নেই, সেখানে অবিলম্বে স্থায়ী সমাধানের দাবি জানান তিনি।
সভায় কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস তৃণমূল কংগ্রেসকে একহাত নিয়ে বলেন, “বিগত কয়েক বছর ধরে আসানসোল কর্পোরেশন তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও উন্নয়ন তো হয়নি, বরং পুরোপুরি ঠিকাদারদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “কুলটির নিউ রোড আজ এমন অবস্থায় যে সেখানে গাড়ি তো দূরের কথা, মানুষও পায়ে হেঁটে যেতে পারে না। যদি সময়মতো রাস্তাটি মেরামত না হয়, তবে আগামী দিনে কুলটিতে এক বৃহত্তর আন্দোলনের জন্ম হবে।”
কংগ্রেস নেতারা জানান, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কুলটির রাস্তা, জল ও বিদ্যুতের মতো জ্বলন্ত সমস্যাগুলোই হবে বড় ইস্যু। সভায় সাধারণ সম্পাদক বাবু বন্দ্যোপাধ্যায়, সম্পাদক গৌর চ্যাটার্জি, মোদাই মণ্ডল, সিরাজুল, সौरভ সিংহ, নব বাউড়ি, বাবন বাউড়ি, সংখ্যালঘু সেলের ইমতিয়াজ খান, ওয়াসিম খান সহ অসংখ্য কংগ্রেস কর্মী উপস্থিত ছিলেন।