দুর্গাপুর: ভাদ্র মাসের অমাবস্যার শুভক্ষণে দুর্গাপুর সেবা সমিতির উদ্যোগে শ্রী শ্যাম মন্দির প্রাঙ্গণে আয়োজিত হল ভক্তিময় অনুষ্ঠান। এদিন মন্দিরে অনুষ্ঠিত হয় মঙ্গল পাঠ, শৃঙ্গার দর্শন ও সঙ্কীর্তন, যেখানে ভক্তিমূলক আবহে ভরে ওঠে গোটা এলাকা।
সবচেয়ে উল্লেখযোগ্য ছিল রানি সতি দাদির মঙ্গল পাঠে ১৫০’রও বেশি মহিলার সক্রিয় অংশগ্রহণ, যা মন্দির চত্বরে এক অনন্য উদ্দীপনা সৃষ্টি করে।
জমশেদপুর থেকে আগত সন্তোষ-পূজা ঝা মঙ্গল পাঠ পাঠক হিসেবে উপস্থিত ছিলেন। তাঁদের সুমধুর কণ্ঠে মঙ্গল পাঠে ভক্তরা একাগ্রচিত্তে অংশ নেন। পাঠ চলাকালীন ভক্তদের ‘হরি নাম’ আর তালির ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা মন্দির।
মঙ্গল পাঠ শেষে অনুষ্ঠিত হয় ভজন ও সঙ্কীর্তন, যেখানে “শ্যাম তেরা নাম অমর হ্যায়” সহ নানা ভক্তিমূলক গানের সুরে ভক্তরা নাচ-গানে মেতে ওঠেন। মন্দিরে গড়ে ওঠে ভক্তি আর আনন্দের এক আবহ।
অনুষ্ঠানে শহরের অসংখ্য পরিবার, মহিলা ও যুব সম্প্রদায় যোগ দেন। সবার জন্য ছিল প্রসাদ ও ভাণ্ডারার ব্যবস্থা। একদিকে ভক্তরা ভক্তিসুধা পান করেন, অন্যদিকে একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব ও একতার বার্তা ভাগাভাগি করেন।
এই আয়োজনে দুর্গাপুর শ্রী শ্যাম মন্দির শুধুমাত্র ভক্তির ক্ষেত্রেই নয়, সামাজিক মিলনক্ষেত্র হিসেবেও প্রমাণ রাখল।