বরাকর । প্রতি বছরের মতো এ বছরও বরাকর শহরের ওয়ার্ড নম্বর ৬৮-এর হালুয়াই পট্টিতে মা রক্ষা কালী পূজা কমিটির উদ্যোগে মহাসমারোহে অনুষ্ঠিত হলো বাৎসরিক মা রক্ষা কালী পূজা। সকাল থেকে শুরু হয়েছিল প্রস্তুতি, মন্দির চত্বর রঙ-রোগান করে ঝলমলে আলোয় সাজিয়ে তোলা হয়। সন্ধ্যা নামতেই পূজা প্রাঙ্গণের বেদীতে বসানো হয় মা কালী’র মনোমুগ্ধকর প্রতিমা।
এরপর এলাকার বিদ্বান ব্রাহ্মণদের তত্ত্বাবধানে শাস্ত্রোক্ত নিয়মে পূজা আরম্ভ হয়। ঐতিহ্য মেনে দেবীর সামনে ফল ও শাকসবজির প্রতীকী বলি প্রদান করা হয়। পূজা উপলক্ষে আশপাশের বিভিন্ন এলাকা থেকে ভিড় জমায় নারী-পুরুষসহ সমাজের বিশিষ্টজনেরা।
আয়োজক কমিটির সদস্যরা জানান, প্রতি বছর ভাদ্র অমাবস্যা তিথিতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এই পূজা অনুষ্ঠিত হয়। এটি শুধু পূজা নয়, বরং এলাকার মানুষের মিলনমেলা। ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় এবং মধ্যরাতে পৌরাণিক রীতি অনুযায়ী ঢাক-ঢোল, শঙ্খধ্বনি ও জয়ধ্বনির মধ্যে দিয়ে মা’র প্রতিমা বারাকার নদীতে বিসর্জন দেওয়া হয়।
স্থানীয়রা জানান, এই পূজাকে ঘিরে প্রতিবছর এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ছোট থেকে বড় সকলেই এই মহোৎসবে অংশগ্রহণ করে থাকেন।











