আসানসোল: মহালয়ার আর মাত্র কয়েকদিন বাকি, শহর জুড়ে শুরু হয়েছে দুর্গাপূজোর প্রস্তুতি। এরই মধ্যে আসানসোল পৌরনিগম সক্রিয় হয়ে উঠেছে নাগরিকদের জন্য জল সরবরাহ সুনিশ্চিত করতে। শুক্রবার পৌরনিগম ভবনে মেয়র তথা বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়ের নেতৃত্বে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পৌরসভার জল সরবরাহ দফতরের আধিকারিকদের পাশাপাশি কলকাতা থেকে আগত বিশেষ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। মেয়র বৈঠকে স্পষ্ট নির্দেশ দেন যে আগামী দিনে পৌর এলাকা জুড়ে কোথাও যেন জল সমস্যার সৃষ্টি না হয়।
মেয়র বলেন, “যে সমস্ত জল প্রকল্পের কাজ এখনও অসম্পূর্ণ বা মাঝপথে বন্ধ হয়ে রয়েছে, তা অবিলম্বে শেষ করতে হবে। দুর্গাপূজার সময় যাতে সাধারণ মানুষ একফোঁটা কষ্টও না পান, তা আমাদের প্রধান দায়িত্ব।”
এছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রতিদিন জল সরবরাহের উপর বিশেষ নজরদারি চালানো হবে এবং কোথাও সমস্যা দেখা দিলে দ্রুত সমাধান করা হবে। মেয়র আধিকারিকদের কড়া ভাষায় সতর্ক করে বলেন, “দুর্গাপূজার মতো মহোৎসবে যদি শহরবাসীকে জলের অভাবে ভুগতে হয়, তবে তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।”
শহর জুড়ে দুর্গাপূজা মণ্ডপ নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রতিদিন প্রায় লাখো মানুষ শোভাযাত্রা, প্রতিমা দর্শন এবং সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নেবেন। তাই পৌরনিগমের উদ্যোগে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসী। অনেকেই আশা করছেন যে এবারের পুজোয় আর জলের জন্য হাহাকার হবে না।