তারাপীঠ, বীরভূম: আজ কৌশিকী অমাবস্যা উপলক্ষে সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছে তারাপীঠ মন্দিরে। ভোরের প্রথম প্রহর থেকেই মা তারার আরাধনায় ভক্তরা হাজির হন, মন্দির প্রাঙ্গণে ঘণ্টা, শঙ্খ ও মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে ওঠে আকাশ। ফুল, আলো আর সাজসজ্জায় দেবীর আঙিনা যেন মহোৎসবের রূপ নিয়েছে।
সকালবেলায় স্নান ও মঙ্গলারতির পর গর্ভগৃহের দরজা খোলা হলে ভক্তদের মধ্যে দেখা যায় অপরিসীম উচ্ছ্বাস। আজ সকাল ১১টা ৫৫ মিনিট থেকে শুরু হয়েছে অমাবস্যা তিথি, সন্ধেবেলা দেবীর রাজবেশে মহা আরাধনার আয়োজন ঘিরে মন্দির চত্বরে বাড়ছে ভিড়। দূরদূরান্ত থেকে আসা ভক্তদের সুবিধার্থে মন্দির কর্তৃপক্ষ বড় স্ক্রিনে পুজো ও আরতির সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে।
অসংখ্য পুণ্যার্থীর সমাগমে নিরাপত্তা ব্যবস্থাতেও কড়াকড়ি করা হয়েছে। মন্দির প্রাঙ্গণ ও জনবহুল মোড়ে তৈরি হয়েছে ১০টি ওয়াচ টাওয়ার। মোতায়েন করা হয়েছে প্রায় ২,৭০০ পুলিশ কর্মী, সাথে থাকছে ড্রোন ক্যামেরার কড়া নজরদারি। ভক্তদের সুরক্ষার জন্য খোলা হয়েছে ২১টি পুলিশ সহায়তা ক্যাম্প।
ভক্তরা বিশ্বাস করেন, কৌশিকী অমাবস্যার দিনে মা তারার দর্শন মহাপুণ্যদায়ক। তাই এই বিশেষ তিথিতে তারাপীঠে ভক্তদের ঢল নামে। এক ভক্ত জানান— “এখানে এসে মনে হয় যেন মা তার নিজের কোলে টেনে নিয়েছেন।”
আধ্যাত্মিক আবহ, জনসমুদ্র আর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আজ তারাপীঠে কৌশিকী অমাবস্যা পরিণত হয়েছে মহোৎসবে।