আসানসোল শহরের ভগত সিং মোর থেকে জুবলি মোর সংযোগকারী সেনরেল রেলওয়ে রোডের অবস্থা এখন বেহাল। রাস্তার উপর এমন সব বড় বড় গর্ত তৈরি হয়েছে, যেগুলো দেখে মনে হয় যেন রাস্তার উপর ছোট-বড় পুকুর তৈরি হয়েছে। এক-দু’টো নয়, একাধিক জায়গায় একই চিত্র চোখে পড়ে। হালকা বৃষ্টি হলেই গর্তগুলো ভরে ওঠে জল দিয়ে, আর রাস্তাটি রূপ নেয় একেবারে ‘মহা-তালাবের’। ফলে পথচারী থেকে শুরু করে দুই চাকার ও চার চাকার গাড়ির চালকদের ভোগান্তির শেষ নেই।
গত বৃহস্পতিবারের হালকা বৃষ্টিতেই আবারো রাস্তার উপর জল জমে যায়। সাধারণ মানুষকে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে নাজেহাল হতে হয়। দুর্ঘটনার আশঙ্কা প্রতিদিনই বাড়ছে।
এই অবস্থার মধ্যেই আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় নিজে ওই রাস্তায় যাওয়ার সময় নাগরিকরা তাঁকে প্রশ্ন করেন। উত্তরে মেয়র বলেন, “বর্ষার কারণে আপাতত কাজ থেমে আছে। তবে পাঁচমুখী ব্রিজ, যেখানে একসময় সাধারণ মানুষের চলাফেরা ছিল দুঃস্বাধ্য, আজ সেখানে মানুষ অনায়াসে যাতায়াত করছেন। বহু জায়গায় কাজ চলছে এবং সেটা দৃশ্যমান। কিছু জায়গায় এখনও ত্রুটি রয়েছে, কিন্তু বৃষ্টি শেষ হলে সেগুলি পুরোপুরি সংস্কার করে দেওয়া হবে।”
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বছরের পর বছর রাস্তা মেরামতের আশ্বাস শুনে আসছি। কিন্তু বর্ষায় এলেই রাস্তায় গর্ত আর জল জমা আমাদের নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায়। বাচ্চাদের স্কুল যাওয়া থেকে শুরু করে জরুরি রোগী পরিবহন—সব ক্ষেত্রেই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।”
অনেকে প্রশ্ন তুলেছেন, শহরের প্রবেশদ্বারগুলির একটি এই রাস্তাই যদি এরকম দুঃস্থ অবস্থায় থাকে, তবে শহরের উন্নয়নের দাবিগুলো কতটা বাস্তব?