অন্ডাল, 21 আগস্ট: রেলযাত্রীদের চোখের সামনেই সিনেমার দৃশ্যের মতো অভিযান। পূর্ব রেলের আসানসোল ডিভিশনের অন্ডাল স্টেশনে বৃহস্পতিবার সকালে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হানায় ধরা পড়ল বিহারের কুখ্যাত আন্তঃরাজ্য অস্ত্র কারবারি আশরাফুল আনসারি ওরফে চানা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ১০টি আগ্নেয়াস্ত্র, যা পাচারের আগেই আটক করা হয়েছে।
সূত্রের খবর, এক সপ্তাহ আগেই এসটিএফের হাতে এই অস্ত্র পাচারের গোপন তথ্য আসে। সেই অনুযায়ী টানা নজরদারি চালানো হচ্ছিল। অবশেষে বৃহস্পতিবার সকালে ৬ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থেকে নামতেই তাকে পাকড়াও করে এসটিএফ। ব্যাগ খুলতেই বেরিয়ে আসে ১০টি চকচকে বন্দুক।
জানা গেছে, ওইসব বন্দুক অন্ডাল স্টেশনে নামিয়ে সড়কপথে উখড়ায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। ধৃত কারবারি নিজেই প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তথ্য স্বীকার করেছে। এসটিএফ আরও জানতে পেরেছে, এই চক্রের সঙ্গে বিহারের পাশাপাশি ঝাড়খণ্ড ও বাংলারও কয়েকজন জড়িত থাকতে পারে।
ধৃত আশরাফুল আনসারি বিহারের বাঁকা জেলার শাসন এলাকার বাসিন্দা। তাকে দীর্ঘক্ষণ জেরা করে এসটিএফ অফিসাররা জানতে চেষ্টা করছেন—এইসব আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসছিল এবং কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল।
এক অফিসার বলেন, “আমাদের কাছে আগে থেকেই খবর ছিল। তাই পরিকল্পনা করে ফাঁদ পাতাই হয়েছিল। সঠিক সময়ে সঠিক জায়গায় হানা দিয়েই আমরা তাকে ধরতে সক্ষম হয়েছি।”
এদিকে, অন্ডাল স্টেশনে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। সকলে বলছেন, এসটিএফ সময়মতো পদক্ষেপ না নিলে বড় কোনও অঘটন ঘটতে পারত।