দুর্গাপুর, (প্রতিনিধি : দিলীপ সিংহ)।
বৃহস্পতিবার কুলডিহার মালন্দিঘি কাঁকসা এলাকায় অনুষ্ঠিত হলো রাজ্য সরকারের বহুল আলোচিত ‘আমার পাড়া, আমার সমাধান’ কর্মসূচি। এই বিশেষ শিবিরে হাজির ছিলেন রাজ্যের শিল্প, মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা। সাধারণ মানুষ তাঁদের সমস্যা জানাতে উপস্থিত হয়েছিলেন এবং মন্ত্রী ও প্রশাসনিক কর্মীরা সরাসরি সেই সমস্যাগুলি শোনেন।
সিপিএম অফিসে কর্মীদের উপস্থিতি
শিবিরের সামনে থাকা সিপিএম পার্টি অফিসে কর্মীদের কার্যকলাপ নিয়েও এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়। সিপিএম পঞ্চায়েত সদস্য সুনীল টুডু ও সন্দীপন বন্দ্যোপাধ্যায় স্থানীয় মানুষদের ফর্ম পূরণে সাহায্য করছিলেন। সন্দীপন বন্দ্যোপাধ্যায় বলেন,
👉 “আমরা মানুষের সমস্যা শুনছি। কেউ ফর্ম নিয়ে এলে আমরা সেটি পূরণ করে দিচ্ছি।”
শশী পাঁজার কটাক্ষ
এ প্রসঙ্গে তীব্র কটাক্ষ করে মন্ত্রী শশী পাঁজা বলেন,
👉 “তাহলে এতদিন কোথায় ছিলেন? ৩৪ বছর ধরে মানুষকে সাহায্য করেননি কেন? এখন হঠাৎ সেবার ভাবনা কেন জেগে উঠল? আমি তো দেখিইনি ওরা আদৌ সহযোগিতা করছে কি না।”
মন্ত্রী আরও জানান, তৃণমূল সরকারের এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের ছোটখাটো সমস্যাগুলিও সমাধান হচ্ছে। তিনি বলেন,
👉 “আমাদের সরকার মানুষের পাশে আছে। আমাদের দলের কর্মীরা প্রতিটি সমস্যা মনোযোগ দিয়ে শুনছে এবং তা সমাধানের উপায় খুঁজছে। এই শিবিরের মাধ্যমে মানুষের অনেক সুবিধা হবে। মানুষ সরাসরি এসে তাঁদের কথা জানাতে পারবেন।”
কর্মসূচির প্রভাব
স্থানীয়রা জানান, আগে ছোটখাটো সমস্যা নিয়েও অফিসে ঘুরতে ঘুরতে সময় নষ্ট হতো। এখন শিবিরে এসে সরাসরি সমস্যার কথা জানাতে পারছেন, যা প্রশাসনের সঙ্গে মানুষের যোগসূত্রকে আরও মজবুত করছে।