[metaslider id="6053"]

৯ দফা দাবিতে বিক্ষোভে উত্তাল দুর্গাপুর, ঘেরাও করলেন পরিবহন দপ্তরের আধিকারিককে

দুর্গাপুর (দিলীপ সিং):
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন কর্পোরেশনের (SBSTC) অস্থায়ী কর্মীরা ৯ দফা দাবিকে কেন্দ্র করে শনিবার দুর্গাপুরে প্রবল বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারীরা সরাসরি সাগরভাঙার একটি চুক্তিভিত্তিক সংস্থার দপ্তরে ঢুকে আধিকারিককে ঘিরে ধরে ক্ষোভ উগরে দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়।

অস্থায়ী কর্মীরা ওই সংস্থার অফিসে গিয়ে লিখিত স্মারকলিপিও জমা দেন। নেতৃত্ব দেন পশ্চিম মেদিনীপুরের রামনগর পঞ্চায়েত সদস্য। তিনি অভিযোগ করেন— “সমান কাজের জন্য সমান মজুরি দেওয়া হচ্ছে না। ESI ও PF-এর মতো মৌলিক অধিকার থেকেও বঞ্চিত হচ্ছেন শ্রমিকরা।”

অভিযোগ আরও গুরুতর। কর্মীদের দাবি, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন কর্পোরেশনের বহু বাসের অবস্থা অত্যন্ত খারাপ, যাত্রীরা বিপদের মুখে পড়ছেন প্রতিদিন। অথচ চুক্তিভিত্তিক সংস্থা মেরামতির কোনো ব্যবস্থা নিচ্ছে না।

অস্থায়ী কর্মী রঞ্জন প্রধান বলেন— “আমরা বারবার কর্তৃপক্ষকে আমাদের সমস্যার কথা জানিয়েছি। কিন্তু কোনো পদক্ষেপ হয়নি। এবার যদি দ্রুত দাবি না মানা হয়, তাহলে বৃহত্তর আন্দোলনে নামব।”

প্রসঙ্গত, এই বিক্ষোভকে সমর্থন জানিয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘরুই বলেন— “আজকে গোটা রাজ্যেই শ্রমিকেরা বঞ্চিত। কোথাও মজুরি দেওয়া হচ্ছে না, কোথাও কারখানা বন্ধ হচ্ছে। তৃণমূল নেতারাও রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন। এই সরকার থাকলে শ্রমিকদের সমস্যার সমাধান অসম্ভব।”

স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, শ্রমিকদের এ আন্দোলন দীর্ঘস্থায়ী হলে দুর্গাপুর ও তার আশেপাশের পরিবহন পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। তবে বিক্ষোভে পুলিশের কড়া নজরদারি শুরু হয়েছে।

ghanty

Leave a comment