[metaslider id="6053"]

দুর্গাপুরে SBSTC অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ, সমান মজুরির দাবিতে উত্তাল

দুর্গাপুরঃ
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের (SBSTC) অস্থায়ী শ্রমিকরা সোমবার ৯ দফা দাবিকে কেন্দ্র করে দুর্গাপুরে তীব্র বিক্ষোভ দেখালেন। অস্থায়ী ঠিকাদারি সংস্থার দফতরে ঢুকে কর্মকর্তাকে ঘেরাও করে শ্রমিকরা তীব্র প্রতিবাদ জানান। হঠাৎ এই ঘটনার জেরে সগড়ভাঙ্গা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অস্থায়ী শ্রমিকরা ওই দফতরে স্মারকলিপিও জমা দেন। এই আন্দোলনের নেতৃত্ব দেন পশ্চিম মেদিনীপুর জেলার রামনগর পঞ্চায়েত সদস্য।

শ্রমিকদের অভিযোগ, “একই কাজ করার পরও তাদের সমান মজুরি দেওয়া হচ্ছে না”। শুধু তাই নয়, ইএসআই ও পিএফ-এর মতো মৌলিক সুবিধাও তাদের থেকে বঞ্চিত করা হচ্ছে। তাদের আরও দাবি, নিগমের বহু বাস অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে, অথচ ঠিকাদারি সংস্থা সে বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

ক্ষুব্ধ শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবি দ্রুত পূরণ না হলে এই আন্দোলন আরও জোরদার হবে এবং প্রয়োজনে রাজ্যব্যাপী ধর্মঘটের পথে হাঁটবেন তারা।

ghanty

Leave a comment