বোলপুর, বীরভূম:
তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি পদে দীর্ঘদিন দাপট দেখানো এবং বর্তমানে দলের কোর কমিটির অন্যতম প্রধান অনুব্রত মণ্ডল অবশেষে সোমবার বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করলেন। তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। মামলার রায় আজ দুপুর ২ টার পর ঘোষণা হওয়ার সম্ভাবনা।
প্রসঙ্গত, ২৯ মে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি ফোনে বোলপুর থানার আইসি লিটন হালদার-কে অশালীন ভাষায় গালিগালাজ করেন। ওই অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে এবং রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। বিরোধীরা তৃণমূলকে “অহংকার আর দাদাগিরির রাজনীতি” করার অভিযোগ তোলে।
ঘটনার পর পুলিশ তাঁকে নোটিস পাঠায় এবং বোলপুর এসডিপিও’র দফতরে হাজিরাও দেন অনুব্রত। কিন্তু আদালতে হাজিরা দিতে বারবার টালবাহানা করেন। প্রায় তিন মাস পর অবশেষে আজ আদালতে আত্মসমর্পণ করলেন তিনি।
আইনজীবীদের মতে, যদি জামিনের আবেদন আদালত খারিজ করে দেন, তবে অনুব্রত মণ্ডলকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হতে পারে। তবে তৃণমূল শিবিরের দাবি, এই মামলা আসলে “রাজনৈতিক প্রতিহিংসা” ছাড়া আর কিছুই নয়।
এখন সব নজর বোলপুর আদালতের রায়ের দিকে, যা শুধু অনুব্রত মণ্ডলের নয়, গোটা বীরভূমের তৃণমূল রাজনীতির উপরও বড় প্রভাব ফেলতে চলেছে।