দুর্গাপুর।
হিন্দুস্থান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের জনপ্রিয় নেতা এবং আজীবন কংগ্রেসের সাথে যুক্ত থেকেছেন এমন একনিষ্ঠ কর্মী জয়দেব চট্টোপাধ্যায় গতকাল রাত ১টায় নিজ গোপাল মঠের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর প্রয়াণে কংগ্রেস পরিবার, শ্রমিক সংগঠন এবং দুর্গাপুর শিল্পাঞ্চলে শোকের ছায়া নেমে আসে।
সকালে খবর পেয়ে রাজ্য কংগ্রেসের সহ-সভাপতি তারুণ রায় প্রয়াত নেতার বাড়িতে গিয়ে কংগ্রেসের দলীয় পতাকায় মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানান। এসময় বহু কংগ্রেস কর্মী, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের শ্রমিক সংগঠনের নেতা ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
তারুণ রায় বলেন, “দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তৈরির সময় থেকে আজ পর্যন্ত শ্রমিক আন্দোলন ও কংগ্রেস সংগঠনে জয়দেব চট্টোপাধ্যায়ের অবদান অনন্যসাধারণ। দুর্গাপুর তথা চন্দ্র রায়ের শিল্পনগরীর মানুষ তাঁর অবদানকে কোনোদিন অস্বীকার করতে পারবেন না। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাঁর আত্মার শান্তি হোক এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার শক্তি লাভ করুক।”
জয়দেব চট্টোপাধ্যায় শুধু রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন ‘শ্রমিকদের মসিহা’। শ্রমিকদের অধিকার রক্ষায় ৭০ ও ৮০ দশকে তিনি একাধিক ঐতিহাসিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর নেতৃত্বে বহু পরিবার ন্যায্য দাবি আদায় করতে সক্ষম হয়েছিল।
কংগ্রেস নেতারা জানিয়েছেন, তাঁর প্রয়াণে দুর্গাপুর শিল্পাঞ্চলের রাজনৈতিক ও সামাজিক জীবনে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো। স্থানীয় কংগ্রেস কমিটি তিন দিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও দুর্গাপুর স্টিল প্ল্যান্টের প্রধান গেটে একটি বিশেষ স্মরণসভার আয়োজন করার প্রস্তুতি চলছে।