বরাকর রিপোর্ট : সঞ্জীব কুমার যাদব
বরাকর বেগুনিয়া অঞ্চলের ঐতিহ্যবাহী গৌরাঙ্গ মন্দিরে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব জন্মাষ্টমী পালন করা হলো। প্রতিবছরের মতোই এ বছরও সাধু শ্রী সীতারাম বাবার প্রতিষ্ঠিত গৌরাঙ্গ মন্দির প্রাঙ্গণে নানা ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়।
এই বিশেষ উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকা জীর ভব্য অভিষেক সম্পন্ন হয়। গৌরাঙ্গ মন্দিরের মহারাজ সাধু হরে কৃষ্ণ বাবার নেতৃত্বে ও আলোক প্রকাশের সহযোগিতায় মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে এই অভিষেক অনুষ্ঠিত হয়।
🔱 জানা যায়, অভিষেকের জন্য ব্যবহৃত হয়েছিল – গঙ্গাজল, দুধ, ঘি, মধু, চন্দন, হলুদ জল, পঞ্চগব্য, সরস্বতী নদীর জল, সিন্ধু নদীর জল, কাবেরী নদীর জল, ফলের রস, মানসসরোবরের জল, এমনকি সমুদ্রের জলও। এত বৈচিত্র্যময় ও পবিত্র উপাদান একত্রে ব্যবহার করায় ভক্তদের মধ্যে ছিল অপরিসীম উৎসাহ ও আবেগ।
এদিন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত হয়ে মহাভিষেক অনুষ্ঠানে অংশ নেন। এর পর অনুষ্ঠিত হয় ভজন-সন্ধ্যা, কীর্তন ও নানা সাংস্কৃতিক কর্মসূচি।
অন্যদিকে, বারাকার অন্যান্য মন্দিরেও জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ পূজা-অর্চনা, ভজন-কীর্তন ও প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়। ভক্তদের ভিড়ে গোটা শহর যেন এক মহোৎসবে রূপ নেয়।
🙏 ভক্তদের মতে, “এমন মহাভিষেক ও আয়োজন বারাকারের ধর্মীয় সংস্কৃতিকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।”