আসানসোল হেলথওয়ার্ল্ড হাসপাতালে স্বাধীনতা দিবসে দেশপ্রেমের জোয়ার

single balaji

আসানসোল, 15 আগস্ট 2025: স্বাধীনতার ৭৯তম বার্ষিকী উপলক্ষে আসানসোলের শ্রেষ্ঠী নগরে অবস্থিত হেলথওয়ার্ল্ড হাসপাতালে দেশপ্রেম ও উৎসাহের আবহে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাসপাতালের প্রধান ডা. অরুণাংশু গাঙ্গুলি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। এই সময় হাসপাতালের অন্যান্য কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও কর্মীরা উপস্থিত ছিলেন।

পতাকা উত্তোলনের পর ডা. গাঙ্গুলি আবেগঘন ভাষণে বলেন, “আজকের দিন আমাদের কাছে গর্বের। এই স্বাধীনতা সহজে আসেনি, অসংখ্য ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই দিন পেয়েছি। তাই এর গুরুত্ব বোঝা এবং আগামী প্রজন্মকে বোঝানো আমাদের দায়িত্ব।” তিনি সকলকে স্বাধীনতার চেতনাকে জীবনে ধারণ করার আহ্বান জানান এবং একসাথে কাজ চালিয়ে যাওয়ার বার্তা দেন।

অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, শিশুদের দেশপ্রেমমূলক আবৃত্তি এবং হাসপাতালের কর্মীদের মিলনমেলা উপস্থিত সকলকে অনুপ্রাণিত করে। শেষে জাতীয় সংগীতের সুরে হাসপাতাল প্রাঙ্গণ দেশপ্রেমের আবেগে ভরে ওঠে।

এই দিনের উদযাপন শুধু একটি প্রথা নয়, বরং দেশের জন্য সম্মিলিত অঙ্গীকার ও দায়িত্ববোধের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

ghanty

Leave a comment