আসানসোল – স্বাধীনতা দিবসের পবিত্র দিনে আসানসোলের আশীর্বাদ ফাউন্ডেশনের প্রাঙ্গণে সিটি টুডে নিউজ নেটওয়ার্কের প্রধান সম্পাদক শ্রীযুক্ত সতীশ চন্দ্র গৌরবমণ্ডিত হাতে জাতীয় পতাকা উত্তোলন করেন। এই ঐতিহাসিক মুহূর্তে ফাউন্ডেশনের সম্পাদক সৌম্য কুমার সাধু, বিকাশ চন্দ্র, প্রীতম সেনগুপ্তা সহ প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পতাকা উত্তোলনের পর উপস্থিত সকলেই একসাথে জাতীয় সঙ্গীত পরিবেশন করে দেশপ্রেম, ঐক্য এবং সংহতির বার্তা দেন। স্বাধীনতা সংগ্রামীদের অমর আত্মত্যাগের স্মৃতিচারণ করে, তাদের আদর্শে চলার দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেন ফাউন্ডেশনের সদস্যরা।

আশীর্বাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে স্থানীয় সমাজে দেশপ্রেম জাগ্রত করার এবং সামাজিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের শেষপর্যায়ে সকল অংশগ্রহণকারীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
এছাড়া ফাউন্ডেশনের তরফে ঘোষণা করা হয় যে, তারা শীঘ্রই আসানসোল ও সংলগ্ন এলাকায় শিক্ষাসহায়ক কর্মসূচি, রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করবে, যাতে স্বাধীনতার প্রকৃত তাৎপর্য সমাজের প্রতিটি স্তরে পৌঁছায়।