আসানসোল, পশ্চিমবঙ্গ: স্বাধীনতা দিবস ঘিরে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। তারই অংশ হিসেবে, আসানসোল রেল ডিভিশনের অন্তর্গত গুরুত্বপূর্ণ আসানসোল রেলওয়ে স্টেশনে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।
মঙ্গলবার সকাল থেকেই আরপিএফ ও জিআরপি যৌথভাবে স্টেশন চত্বরে শুরু করেছে কড়া তল্লাশি অভিযান। প্রতিটি প্রবেশ ও প্রস্থান গেটে যাত্রীদের লাগেজ স্ক্যান করা হচ্ছে, সন্দেহজনক ব্যক্তিদের জেরা করা হচ্ছে। এমনকি স্নিফার ডগের বিশেষ দল মোতায়েন করা হয়েছে, যাতে বিস্ফোরক বা অবৈধ জিনিস মুহূর্তে শনাক্ত করা যায়।
স্টেশন জুড়ে বসানো উচ্চমানের সিসিটিভি ক্যামেরাগুলির ফুটেজ সরাসরি পর্যবেক্ষণ করছেন রেল পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। নিরাপত্তা বাহিনীর দাবি, যাত্রীদের সুরক্ষাই তাঁদের প্রথম লক্ষ্য, এবং ১৫ আগস্ট উপলক্ষে কোনো প্রকার অপ্রত্যাশিত ঘটনা এড়াতেই এই ‘হাই অ্যালার্ট’।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানকে সামনে রেখে স্টেশন ও আশপাশের এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। শহরের প্রবেশপথগুলিতেও চেকপোস্ট বসানো হয়েছে এবং ট্রেনগুলিতে র্যান্ডম তল্লাশি চালানো হচ্ছে।
স্টেশন চত্বরে দাঁড়িয়ে এক যাত্রী বলেন, “এত নিরাপত্তা দেখে একদিকে যেমন নিশ্চিন্ত লাগছে, অন্যদিকে উৎসবের আবহও তৈরি হয়েছে।”
১৫ আগস্টের মাত্র একদিন আগে এই সতর্ক নজরদারি প্রমাণ করছে— আসানসোল রেলওয়ে স্টেশন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।











