[metaslider id="6053"]

৪ মাসের বেতন বাকি, মহাজনের ঋণে জর্জরিত শ্রমিকরা, রামনগর কোলিয়ারিতে উত্তাল আন্দোলন!

কুলটি : প্রতিবেদক সঞ্জীব কুমার যাদব
সেল-এর কোলিয়ারি ডিভিশনের অন্তর্গত রামনগর কোলিয়ারির ব্যবস্থাপনা দফতরের সামনে বুধবার পরপর দ্বিতীয় দিনেও চলল চুক্তিভিত্তিক শ্রমিকদের ধর্না ও বিক্ষোভ। বেতন বাকি, পিএফ জমা না হওয়া, বোনাস না দেওয়া সহ একাধিক দাবিতে উত্তাল হয়ে উঠেছে শ্রমিক মহল।

রামনগর কোলিয়ারির সালানপুর সীম এলাকায় প্রায় ১০৭ জন চুক্তিভিত্তিক শ্রমিক কাজ করছেন। তাঁদের অভিযোগ, গত চার মাসের বেতন এখনও পরিশোধ করা হয়নি। উপরন্তু তাঁদের প্রভিডেন্ট ফান্ড (PF) কেটে নেওয়া হলেও, এখনও ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেই অর্থ জমা দেয়নি ব্যবস্থাপনা।

শ্রমিক দিনেশ মন্ডল, মালয় পাল, জয়ন্ত পাল, রূপা বাউরি, বাবাই দেবাশীষ একযোগে জানান — তাঁরা গত এক বছর ধরে ঝাড়খণ্ডের আউটসোর্সিং সংস্থা রাকেশ এন্টারপ্রাইজেস-এ কাজ করছেন। ওই সংস্থার এক বছরের টেন্ডারের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এখন বকেয়া টাকা কে দেবে, তা নিয়ে অন্ধকারে শ্রমিকরা।

এর মধ্যে সামনে দুর্গাপূজা — অথচ বোনাসের কোনও ব্যবস্থা নেই। বেতন না পেয়ে শ্রমিক পরিবারগুলো কার্যত অর্থকষ্ট ও অনাহারের মুখে পড়েছে। অনেকের বাচ্চাদের স্কুলফি দেওয়ার সামর্থ্য নেই, বহুজন মহাজনের কাছ থেকে ঋণ নিতে বাধ্য হয়েছেন।

শ্রমিকদের দাবি, ধর্না ও বিক্ষোভের আগে ব্যবস্থাপনাকে লিখিতভাবে সতর্ক করা হয়েছিল, কিন্তু কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁদের হুঁশিয়ারি — “যদি অবিলম্বে পদক্ষেপ না নেওয়া হয়, তবে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হব।”

এদিকে শ্রমিক মহলে ক্ষোভ চরমে পৌঁছেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই সমস্যার সমাধান না হলে রামনগর কোলিয়ারি এলাকা আগামী দিনে আরও তীব্র আন্দোলনের সাক্ষী হতে চলেছে।

ghanty

Leave a comment