দুর্গাপুর (দিলীপ সিং): ঠিক এই দিনেই তিন বছর আগে হয়েছিল পৌরসভা নির্বাচন। কিন্তু তার পর থেকে এখনও পর্যন্ত নতুন নির্বাচন হয়নি—এমনই অভিযোগ তুলে তীব্র প্রতিবাদে সরব হল বিজেপি। বুধবার দুপুরে বিধায়কের নেতৃত্বে একদল বিজেপি কর্মী পৌরসভার সামনে বসে বিক্ষোভ দেখান।
বিক্ষোভে উপস্থিত ছিলেন বিধায়ক লক্ষ্মণ ঘরুই, অভিজিৎ দত্ত-সহ বহু কর্মী। লক্ষ্মণ ঘরুই ক্ষোভ প্রকাশ করে বলেন—“তিন বছর আগে এই দিনে নির্বাচন হয়েছিল, কিন্তু এখনও নতুন নির্বাচন নেই। বহু ওয়ার্ডে কোনও কাজ হচ্ছে না। ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে, বর্ষার জল জমে থাকে, বহু রাস্তা ভাঙাচোরা, অথচ পৌরসভা চোখ বন্ধ করে বসে আছে।”
তিনি আরও জানান, আগামী দিনে যদি দ্রুত পৌরসভা নির্বাচন না হয়, তবে বিজেপি লাগাতার আন্দোলনে নামবে। স্থানীয় বাসিন্দারাও অভিযোগ করেন, রাস্তার গর্তে জল জমে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। বৃষ্টির সময় ঘরবাড়িতে জল ঢুকে পড়ছে। শহরের উন্নয়ন একেবারেই থমকে গেছে।
রাজনৈতিক মহলের দাবি, এই বিক্ষোভ দুর্গাপুরে পৌরসভার কাজের ব্যর্থতা ও শাসক দলের প্রশাসনিক উদাসীনতার বিরুদ্ধে বড়সড় বার্তা দিল।











