বার্নপুরের ৮২ ও ৮৩ নম্বর ওয়ার্ডে তীব্র ক্ষোভ! কাউন্সিলরের বিরুদ্ধে কর্মবিমুখতার অভিযোগ

single balaji

বার্নপুর, পশ্চিম বর্ধমান:
বার্নপুরের ৮২ ও ৮৩ নম্বর ওয়ার্ডের মানুষ এবার আর চুপ থাকতে রাজি নয়। দীর্ঘদিন ধরে ভাঙা রাস্তা, বন্ধ ড্রেন, অকেজো স্ট্রিট লাইট আর জরাজীর্ণ অবকাঠামোর সমস্যায় জর্জরিত এই দুই ওয়ার্ডের বাসিন্দারা সোমবার এক বৈঠকে বিস্ফোরক ক্ষোভ প্রকাশ করলেন।

বার্নপুরের এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন সংখ্যালঘু চেয়ারম্যান (পশ্চিম বর্ধমান জেলা) ফিরোজ খান, শেহনাজ বানো, রোশনি খান, প্রেম সিং, মহজাবিন খাতুন, ইমরান রিজভি ও আসগর খানসহ বহু সমাজকর্মী ও স্থানীয় মানুষ। বৈঠকে অভিযোগ ওঠে – বছরের পর বছর পেরিয়ে গেলেও কাউন্সিলররা সমস্যাগুলির সমাধানে কোনও কার্যকরী পদক্ষেপ নিচ্ছেন না।

স্থানীয়দের বক্তব্য, বর্ষায় ড্রেন উপচে জল রাস্তায় ছড়িয়ে পড়ে, ফলে হাঁটা তো দূরের কথা, বাইক বা গাড়ি চালানোও হয়ে ওঠে দুঃসাহসিক কাজ। ভাঙাচোরা রাস্তা প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে, আর রাতের বেলায় নষ্ট স্ট্রিট লাইটের কারণে চুরি ও অপরাধমূলক ঘটনার ভয় চেপে বসছে মানুষের মনে।

সভায় সিদ্ধান্ত হয় – যদি অচিরেই এই সমস্যা মেটানো না হয়, তাহলে বৃহৎ আকারে বিক্ষোভ-আন্দোলন হবে এবং কর্পোরেশন প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ দাবি করা হবে। ফিরোজ খান বৈঠকে বলেন, “এই অবস্থায় বার্নপুরের সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে, প্রশাসন এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবে।”

স্থানীয়রা শেষবারের মতো প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন – জরুরি ভিত্তিতে রাস্তা মেরামত, ড্রেন পরিষ্কার এবং স্ট্রিট লাইট চালু করার ব্যবস্থা করতে হবে, নইলে এই আন্দোলন হবে বার্নপুরের ইতিহাসে নজিরবিহীন।

ghanty

Leave a comment