আসানসোল:
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুরু হওয়া ‘আমার পাড়া, আমার সমাধান’ প্রকল্পে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে বারাবনি বিধানসভা এলাকায়। স্থানীয় সমস্যাগুলির দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সোমবার সালানপুর ব্লকের শিয়াকুলবেরিয়া কমিউনিটি হল (কল্যাণ পঞ্চায়েত) ও এথোডা পঞ্চায়েতের এথোডা গার্লস প্রাইমারি স্কুল প্রাঙ্গণে বিশেষ শিবিরের আয়োজন করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক ও আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস সহ প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক। সাধারণ মানুষ তাদের রাস্তাঘাট, পানীয় জলের সংকট, হাই মাস্ট লাইট স্থাপন, নিকাশি সমস্যা সহ বিভিন্ন অভিযোগ সরাসরি তুলে ধরেন। প্রতিটি সমস্যাই মনোযোগ সহকারে শোনেন জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তারা এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
শুধু তাই নয়, এদিনের শিবিরে স্বাস্থ্য পরামর্শ, সরকারি প্রকল্পের ফর্ম পূরণ, বয়স্ক ভাতা, ছাত্রছাত্রীদের বৃত্তি সংক্রান্ত আবেদনপত্র জমা দেওয়ারও ব্যবস্থা ছিল, যাতে মানুষ এক জায়গায় দাঁড়িয়েই একাধিক পরিষেবা পেতে পারেন।
এই আয়োজনকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ দেখা যায়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং সহ অনেকেই।
স্থানীয় বাসিন্দারা জানান, “এই ধরনের শিবির আমাদের জীবনে কার্যকর পরিবর্তন আনছে। আগে যেখানে মাসের পর মাস দপ্তরে ঘুরতে হত, এখন কয়েক ঘণ্টার মধ্যেই সমস্যার সমাধান হচ্ছে।”











