প্রতিবেদন : সঞ্জীব কুমার যাদব
বরাকর হনুমান চড়াইয়ের বাসিন্দা, স্বর্গীয় বিকাশ পোদ্দার ও সঙ্গীতা পোদ্দারের স্নেহের কন্যা বিদিশা পোদ্দার কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং (CMA) পরীক্ষায় পশ্চিমবঙ্গে প্রথম স্থান ও জাতীয় স্তরে ৩৮তম স্থান অর্জন করে শহর ও রাজ্যের নাম উজ্জ্বল করেছেন। এই সাফল্য বরাকারের ইতিহাসে প্রথমবার ঘটল।
📚 বিদিশার সাফল্যের পথচলা
চাচা নবীন পোদ্দারের কথায়, বিদিশা ছোটবেলা থেকেই মেধাবী ছাত্রী। সিএমএ-তে ভর্তি হওয়ার সময় ইন্টার্নাল পরীক্ষায় চমৎকার নম্বর পেয়ে স্কলারশিপ অর্জন করে প্রথমে আসানসোলে ভর্তি নেয় এবং পরে কলকাতা থেকে পড়াশোনা সম্পন্ন করে।
বিদিশা ফোনে জানিয়েছেন —
“বিশ্বে বীমা খাতে কি পরিবর্তন হচ্ছে, সেই বিষয়ে আমি পড়াশোনা করব। কারণ আমাদের দেশের গ্রামীণ এলাকার মানুষ এখনও বীমার গুরুত্ব সম্পর্কে অজ্ঞাত। এই বিষয়ে কাজ করলে সাধারণ মানুষ যেমন উপকৃত হবে, তেমনই সরকারও লাভবান হবে।”
🎉 শহরে আনন্দের জোয়ার
বিদিশার পশ্চিমবঙ্গের প্রথম হওয়ার খবর ছড়াতেই পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের শুভেচ্ছার বন্যা বয়ে যায়। বরাকার চেম্বার অব কমার্স-এর সভাপতি শিবকুমার আগরওয়াল বলেন —
“এটি শুধু বরাকারের নয়, সমগ্র রাজ্যের গর্বের বিষয়। বিদিশা বরাকারের নাম স্বর্ণাক্ষরে লিখে দিল।”











