🇮🇳 আসানসোলে বীর শহীদ ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা, পৌর নিগমের বিশেষ আয়োজন 🇮🇳

single balaji

আসানসোল, ১১ আগস্ট: আসানসোল পৌর নিগমের উদ্যোগে সোমবার সকালে শহীদ ক্ষুদিরাম বসুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক গম্ভীর ও আবেগঘন শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র পরিষদের সদস্য গুরুদাস চট্টার্জী, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, পৌর নিগমের অন্যান্য পদাধিকারী ও কর্মীরা। সকলে পর্যায়ক্রমে ফুল অর্পণ করে এই স্বাধীনতা সংগ্রামী বীর সন্তানকে প্রণাম জানান।

মানুষের বক্তব্য

অনুষ্ঠানে উপস্থিত বহু মানুষের কণ্ঠে শোনা গেল—

“ক্ষুদিরাম বসুর আত্মবলিদান চিরকাল স্মরণীয় থাকবে। তাঁর সাহস ও দেশপ্রেম আগামী প্রজন্মকে প্রেরণা যোগাবে।”

অনুষ্ঠানের বিশেষ দিক

  • সকাল ৮টা থেকেই মানুষ মূর্তি প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেন।
  • স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক গান পরিবেশন করে।
  • গোটা এলাকা জুড়ে গর্জে ওঠে—“শহীদ অমর রহে” স্লোগান।

অনুষ্ঠানটি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে শেষ হয়। এদিন সকলেই অঙ্গীকার করেন, শহীদদের ত্যাগ ও আদর্শকে চিরকাল ধরে রাখবেন।

ghanty

Leave a comment