আসানসোলে তৃণমূলের নতুন রণকৌশল, চন্দ্রিমার হুঙ্কার — “মহিলাই দলের মেরুদণ্ড”

single balaji

আসানসোল, পশ্চিম বর্ধমান:
“মহিলাদের শক্তির মূল, দিদির গড়া তৃণমূল” — এই স্লোগানকে সামনে রেখেই রবীন্দ্রভবনে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার বিশেষ সভায় নতুন কর্মসূচির ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

সভামঞ্চ থেকে তিনি সরাসরি প্রশ্ন তোলেন — “অন্য রাজ্যে বাংলা ভাষার অপমান করার অধিকার কে দিল?” তিনি স্পষ্ট জানান, ভাষা, সংস্কৃতি ও মর্যাদার প্রশ্নে কোনো আপস নয়

পশ্চিম বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেস-এর উদ্যোগে এই কর্মীসভা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত হয়। লক্ষ্য — মহিলা কর্মীদের আরও সক্রিয়, ঐক্যবদ্ধ এবং নির্বাচনী লড়াইয়ের জন্য প্রস্তুত করা

সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি ও বিধায়ক নরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, বিধায়ক হরিরাম সিং, জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি সহ অন্যান্য শীর্ষনেতারা।

চন্দ্রিমা ভট্টাচার্যের আহ্বান — “প্রতিটি বাড়িতে গিয়ে মানুষের কাছে পৌঁছে দিন দিদির উন্নয়নের বার্তা। মহিলারা হবে আমাদের জয়ের সবচেয়ে বড় শক্তি।”

সভামঞ্চে নারীদের উচ্ছ্বাস, তৃণমূলের স্লোগান আর করতালির ধ্বনি রবীন্দ্রভবনকে পরিণত করল এক রণক্ষেত্রে। রাজনৈতিক মহলের মতে, এই সভা শুধু কর্মসূচি ঘোষণা নয়, বরং ২০২৬-এর আগে মহিলা ভোটব্যাঙ্ক শক্ত করার কৌশল

ghanty

Leave a comment