আসানসোল, শনিবার।
শনিবার আসানসোল জেলা হাসপাতাল হয়ে উঠেছিল শুধুমাত্র চিকিৎসার কেন্দ্র নয়, বরং ভালোবাসা ও ভ্রাতৃত্বের এক মিলনমেলা। প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত রাখি উৎসবে হাসপাতাল চত্বরে এক অনন্য আবেগের আবহ তৈরি হয়।
এই বিশেষ দিনে হাসপাতালের নার্সরা ডাক্তারদের হাতে রাখি বেঁধে ভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দেন। শুধু তাই নয়, রোগী ও তাদের পরিবারকেও রাখি পরানো হয়, আর তাদের চোখে-মুখে ফুটে ওঠে আনন্দের ঝলক। রোগীর সঙ্গে আসা আত্মীয়রা ডাক্তার ও রোগী—সবার হাতে রাখি বেঁধে উৎসবে সামিল হন। হাসপাতালের প্রতিটি করিডরে ভেসে আসে “রক্ষাবন্ধন শুভেচ্ছা”র সুর।
একই দিনে রোগী কল্যাণ কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী মলয় ঘটক, জেলা স্বাস্থ্য আধিকারিক, হাসপাতালের সুপারসহ একাধিক শীর্ষকর্তা। বৈঠকে হাসপাতাল চত্বরের পরিচ্ছন্নতা, পরিকাঠামো রক্ষণাবেক্ষণ ও রোগীর আরও উন্নত যত্নের জন্য করণীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী মলয় ঘটক বলেন— “মানবিকতার সাথে স্বাস্থ্যসেবার সমন্বয়ই প্রকৃত অগ্রগতি।” কর্মকর্তারা সব বিভাগকে সমন্বিতভাবে কাজ করা এবং দ্রুত ও মানসম্মত চিকিৎসা সেবা দেওয়ার ওপর জোর দেন।
রাখির ভালোবাসা আর উন্নয়নের পরিকল্পনা—দুটোই এই দিনটিকে আসানসোল জেলা হাসপাতালের ইতিহাসে অমলিন করে রাখল।











