আসানসোল জেলা হাসপাতালে গেটের সামনে মহিলার রাস্তার উপর সন্তান প্রসব!

single balaji

আসানসোল
শুক্রবার গভীর রাতে আসানসোল জেলা হাসপাতালের প্রাঙ্গণে ঘটে গেল এক চমকপ্রদ ও হৃদয়বিদারক ঘটনা। হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের বাইরে এক মহিলা হঠাৎ মাটিতে বসে পড়েন। প্রথমে পার্কিং এরিয়ার কর্মীরা ভেবেছিলেন, মহিলা হয়তো প্রাকৃতিক প্রয়োজনে বসেছেন। কিন্তু মুহূর্তের মধ্যেই দৃশ্য পাল্টে যায়—মহিলা সেখানেই একটি কন্যাসন্তানের জন্ম দেন।

প্রত্যক্ষদর্শী ও মোটরবাইক স্ট্যান্ড কর্মী রাজা দাস জানান, সন্তান জন্মের পর মহিলা ব্লেড দিয়ে নাড়ি কেটে নবজাতককে ফেলে যাওয়ার চেষ্টা করছিলেন। তখনই পার্কিং কর্মীরা তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। জানা যায়, ওই মহিলা আসানসোলের রেলপাড় এলাকার বাসিন্দা।

মহিলা স্পষ্ট করে বলতে পারেননি কেন তিনি নবজাতককে ত্যাগ করতে চাইছিলেন। স্থানীয়দের সন্দেহ, মানসিক চাপ বা পারিবারিক সমস্যাই এর পেছনে কারণ হতে পারে, তবে বিষয়টি এখনও তদন্তাধীন।

পরে পার্কিং স্টাফদের তৎপরতায় নবজাতক ও মহিলাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস জানান, মহিলা হাসপাতালের রোগী ছিলেন না; তিনি বাইরে থেকে এসেছিলেন এবং হাসপাতাল প্রাঙ্গণেই তাঁর প্রসব হয়। স্থানীয়দের সাহায্যে পুলিশ মা ও সন্তানকে হাসপাতালে ভর্তি করে এবং বর্তমানে দুজনেই সুস্থ আছেন

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়াতেও ঘটনাটি ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে এবং সবাই পার্কিং কর্মীদের মানবিকতার প্রশংসা করছেন।

ghanty

Leave a comment