দুর্গাপুর —
দুর্গাপুর পৌর কর্পোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের কাদারোড রেড লাইট এলাকায় শুক্রবার বিকেলে দুই সন্দেহভাজন বাংলাদেশি মহিলা ও এক দালালকে গ্রেপ্তার করল পুলিশ। এই পদক্ষেপটি সম্ভব হয়েছে দুর্বার কমিটির তথ্য ও তৎপরতার ফলে।
সূত্রের খবর, দু’জন মহিলা ভারতের ভুয়ো আধার কার্ড জমা দিতে এসে কমিটির সদস্যদের নজরে পড়ে যান। জিজ্ঞাসাবাদে জানা যায়, তিষা শেখ (বাসিন্দা: চকদহ, থানা বিষ্ণুপুর, জেলা নদিয়া) ও কোয়েল মিস্ত্রি (বাসিন্দা: দয়াময়ী কলোনি, রবীন্দ্রনগর, জেলা হুগলি) বহু বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় দেহব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ে।
কমিটির সদস্যদের সন্দেহ, এদের মধ্যে একজন নাবালিকাও হতে পারে। তদন্তে আরও উঠে এসেছে যে, এক অজ্ঞাতপরিচয় যুবক তাদের যৌনপাচারের জন্য এখানে নিয়ে এসেছিল। খবর পেয়ে ওয়ারিয়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই মহিলা ও দালালকে আটক করে।
পুলিশ জানিয়েছে, এ চক্রের শিকড় পশ্চিমবঙ্গের আরও বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকতে পারে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই কাদারোড এলাকা ও আশেপাশে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা বলছেন, এতদিন ধরে এখানে চলা বেআইনি কাজের বিরুদ্ধে এটাই পুলিশের সবচেয়ে বড় পদক্ষেপ।











