কলকাতায় সঞ্জয় সিনহাকে নাগরিক সংবর্ধনা, মিলবে ‘রাইজিং ভারত গৌরব সম্মান’

single balaji

কলকাতা, ৮ আগস্ট
সমাজসেবা ও সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য মিডিয়া পার্সোনালিটি ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট সঞ্জয় সিনহা-কে কলকাতায় দেওয়া হবে এক বিশেষ নাগরিক সংবর্ধনা। ভুটানের রাজধানী থিম্পু-তে ইন্টারন্যাশনাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পাওয়ার পর রাইজিং ভারত নিউজ ২৪ টিম এই ঐতিহাসিক অনুষ্ঠানের আয়োজন করছে।

সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, ৯ আগস্ট কলকাতার কলা মন্দির-এ আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সঞ্জয় সিনহা-কে ‘রাইজিং ভারত গৌরব সম্মান’ প্রদান করা হবে। অনুষ্ঠানে শিল্প, সাহিত্য, ক্রীড়া, রাজনীতি এবং সমাজসেবার বহু বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন। কলকাতাবাসীর উপস্থিতিতে এই সম্মান আরও তাৎপর্যময় হয়ে উঠবে।

আয়োজকদের বক্তব্য, গত ১৫ বছর ধরে সঞ্জয় সিনহা তৃণমূল পর্যায়ে নেমে দরিদ্র, বঞ্চিত ও শোষিত মানুষের অধিকার রক্ষায় কাজ করে চলেছেন। তিনি ইন্টারন্যাশনাল ইকুইটেবল হিউম্যান রাইটস সোশ্যাল কাউন্সিল-এর ইন্টারন্যাশনাল চেয়ারম্যান, এবং একাধিক প্রতিষ্ঠানে উচ্চপদে রয়েছেন।

মানবাধিকারের সচেতনতা ছড়িয়ে দিতে ও বাস্তবিক সহায়তা পৌঁছে দিতে তাঁর কাজ এক অনন্য দৃষ্টান্ত। তাঁর বিশ্বাস —

“ভারতের উন্নতি তখনই হবে, যখন প্রতিটি মানুষ নিজের অধিকার সম্পর্কে সচেতন হবে।”

তিনি মাদকমুক্তি আন্দোলন চালাচ্ছেন এবং বস্তি এলাকার শিশু ও মহিলাদের শিক্ষা ও স্বনির্ভরতায় যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সাংবাদিকতার মাধ্যমেও তিনি সবসময় বঞ্চিত শ্রেণির পক্ষে সরব থেকেছেন।

কলকাতার এই নাগরিক সংবর্ধনা শুধু একজন মানুষের কাজের স্বীকৃতি নয়, বরং সমাজ পরিবর্তনের সেই বিশ্বাসেরও উদযাপন, যা সঞ্জয় সিনহা তাঁর জীবন দিয়ে প্রমাণ করে চলেছেন।

ghanty

Leave a comment